এক ম্যাচ বাকী রেখেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডের মত আজও সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে কিউইরা। এই সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে তৃতীয়স্থানে উঠে এলো নিউজিল্যান্ড। তাদের রেটিং এখন ১১২।
ওয়ানডে সিরিজ শুরুর আগে ১১১ রেটিং নিয়ে র্যাংকিংয়ে চতুর্থস্থানে ছিলো নিউজিল্যান্ড। ৯৩ রেটিং নিয়ে সপ্তমস্থানে ছিলো বাংলাদেশ। সিরিজ হেরে যাওয়ায় ২ রেটিং হারিয়েছে টাইগাররা। ৯১ রেটিং নিয়ে সপ্তমস্থানেই রয়েছে বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতলে র্যাংকিং-এ তৃতীয়স্থান ধরে রাখতে পারবে নিউজিল্যান্ড। তখন তাদের রেটিং হবে ১১২। আর হোয়াইটওয়াশ হলে ৯০ রেটিং হবে বাংলাদেশের। অর্থাৎ সিরিজের তিনটি ম্যাচই হেরে যাওয়ায় ৩ রেটিং হারাবে টাইগাররা। তবে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ।
তবে সিরিজের শেষ ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে ৯৩ রেটিং- সংগ্রহ রাখতে পারবে বাংলাদেশ। তখন আর কোন রেটিং হারাবে না টাইগাররা। তবে সিরিজ জিতলেও র্যাংকিংয়ে নিউজিল্যান্ডের কোন লাভ হবে না। ১১১ রেটিং নিয়ে চতুর্থস্থানেই থাকবে তারা। যেমনটা সিরিজ শুরুর আগেই ছিলো কিউইরা।