নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাজে ভাবে হারার পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন এ হারে তিনি কোন অজুহাত দিতে চান না। তবে দ্বিতীয় ম্যাচে ফের হার। এবার তিনি ব্যাটসম্যানদের সাথে কন্ডিশনকেও দুষলেন।
মাশরাফি বলেন, ‘‘অন্তত এক সপ্তাহ এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার প্রয়োজন ছিল আমাদের। এটা ছিল আমাদের জন্য কঠিন একটি দিন। আমরা শুরুতেই খুব দ্রুত উইকেট হারিয়ে ফেলেছি। আমাদের জুটিগুলো ৩০ রানের মধ্যে থমকে গেছে। যেগুলো হওয়া উচিৎ ছিল কমপক্ষে ৬০ রানের। তাহলে ম্যাচটা ভিন্নরকম হতে পারতো। আমাদের টপ অর্ডার নিজেদের টিকিয়ে রাখতে ব্যর্থ হচ্ছে।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর দ্বিতীয় ম্যাচেও স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে একই কারণে হারে বাংলাদেশ। টাইগারদের করা ২২৬ রানের বিপরীতে ৮ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।
তবে এদিন ব্যাটসম্যানরা কন্ডিশনকে কে না মানিয়ে নিতে পারলেও সবার চেয়ে ব্যাতিক্রম ছিলেন মিঠুন ও সাব্বির। মিঠুন নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় অর্ধশত ও সর্বোচ্চ রান করেন। তিনি ৬৯ বলে ৫৭ রান তুলে নেন। অপরদিকে সাব্বির ৬৫ বলে ৪৩ রান করেন।
তবে মাশরাফি ব্যাক্তিগত পারফরম্যান্সকে সাধুবাদ জানালেও দলগত পারফরম্যান্স আশা করছেন। ‘‘মিঠুন ভালো রান করেছে। মোস্তাফিজের বোলিংটাও ভালো ছিল। এছাড়া এই ম্যাচ থেকে আসলে আমাদের জন্য ইতিবাচক কিছুই নেই। আমাদেরকে একটা দল হিসেবে খেলতে হবে। ২২০ থেকে ২৩০ রান করতে পেরেছি আমরা। তবে এটা প্রয়োজন ২৭০ থেকৈ ২৮০ রানের। তাহলে অন্তত লড়াই করতে পারতাম আমরা।’’