নিউজিল্যান্ডকে ২২৭ রানের লক্ষ্য দিল টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
নিউজিল্যান্ডকে ২২৭ রানের লক্ষ্য দিল টাইগাররা

ছবি: ক্রিকইনফো

মিঠুন-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২২৬ রান করেছে বাংলাদেশ। এতে ২২৭ রানের লক্ষ্য পেয়েছে স্বাগতিকরা ।

 

ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাটিংয়ে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। ওপেনার তামিম ইকবালের সঙ্গী হয়ে নামা এই ওপেনার ফিরে যান ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলেই।

স্কোরবোর্ডে তখন বাংলাদেশের মাত্র ৫ রান। বোল্টের বলে ফার্গুসনের দুর্দান্ত এক ক্যাচের শিকার হন লিটন। লিটনের আউটের পর আবারও বৃষ্টি ঝরতে থাকলে মিনিট বিশেক খেলা বন্ধ রাখেন আম্পায়ারেরা।

খেলা শুরু হওয়ার পর খানিকটা খোলসে বন্দী থাকা তামিম ইকবালও ফিরে যান দলের ১৬ রানের মাথাতে। ৬ দশমিক ৫ ওভারে হেনরির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন দেশসেরা এই ব্যাটসম্যান।

বাংলাদেশকে তখন আশার আলো দেখাচ্ছিল সৌম্য-মুশফিকের জুটি। কিন্তু ফের ভালো কিছুর আশা জাগিয়ে সৌম্য সরকার ফিরে যান দলের ৪৮ রানে। সাজঘরে যাওয়ার আগে নিজে ২৩ বল খেলে করেন ২২ রান।

পরে মিঠুন-মুশফিক জুটি গড়লে তা বেশি দূর আগোয়নি। মুশফিক ফিরেন ২৪ রান করে। এরপরেই ফিরেন মাহমুদুল্লাহ। তিনি মাত্র ৭ করে সাজ ঘরে ফিরেন।

তবে সাব্বির (৪৩), মিরাজ (১৬), মিঠুন (৫৭) এবং সাইফুদ্দিন (১০) রান করে ফিরেন।

শেষে মোস্তাফিজকে সাথে নিয়ে মাশরাফিক রান তোলার চেষ্টা করলেও। তা বেশি দূর আগোয়নি। মাশরাফি ১৩ রান তুলে আউট হন। ফলে মাত্র ২২৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রাইস্টচার্চে বৃষ্টির হানা

ক্রাইস্টচার্চে বৃষ্টির হানা

মাইলফলকের পথে মুশফিক

মাইলফলকের পথে মুশফিক

বৃষ্টি আর ঠান্ডা ভোগাচ্ছে মাশরাফিদের

বৃষ্টি আর ঠান্ডা ভোগাচ্ছে মাশরাফিদের

সাকিবের পর এবার ইনজুরিতে ইমরুল

সাকিবের পর এবার ইনজুরিতে ইমরুল