স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। সিরিজ রক্ষার গুরুত্ব এ ম্যাচে বাংলাদেশ একাদশে কোন পরিবর্তন আনা হয়নি। সিরিজের প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছেন মাশরাফিরা।
তিন ওয়ানডে ম্যাচ সিরিজের নেপিয়ারে প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ফলে সিরিজের এক ম্যাচ পিছিয়ে থাকায় আজকের ম্যাচ অতি গুরুত্ব হয়ে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য। হেরে গেলেই সিরিজ থেকে ছিটকে পড়বে। অর্থাৎ সিরিজ রক্ষায় জয়ে কোন বিকল্প নেই।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বলে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের একাদশে কোন পরিবর্তন আনা হয়নি। গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে মাশরাফি-তামিমরা।
টসে হেরে ব্যাটিং পেয়ে মাশরাফি বলেছেন, আমরাও টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতাম। তবে আমাদের ব্যাটসম্যানরা আশা করি ভালো করবে।
এদিকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে কোন পরিবর্তন আনা না হলেও নিউজিল্যান্ডের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। মিচেল স্যান্টনারের পরিবর্তে দলে ফেরানো হয়েছে টড এস্টেলকে।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক),মার্টিন গুপটিল, হেনরি নিকোলস, রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, টড এস্টেল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।