জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। তবে নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চ আবহাওয়া সম্পূর্ণ আলাদা থাকায় বিপাকে পড়েছে মাশরাফিরা।
ক্রাইস্টচার্চে পৌঁছেই বৃষ্টি আর ব্যাপক ঠান্ডার খপ্পরে পড়েন মাশরাফিরা। ক্রাইস্টচার্চে গুড়ি গুড়ি বৃষ্টি থাকার কারণে ছিল ঠান্ডা। তাই খেলোয়াড়দের গরম কাপড় পড়তে হয়। শুক্রবার মাশরাফিরা দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেন।
বাংলাদেশের সকল খেলোয়াড় ছোট বিমানে করে নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চে গেলেও মাশরাফি ও তামিম ছিলেন ব্যাতিক্রম। নিউজিল্যান্ডে বাতাস বেশি থাকায় ছোট বিমানে ঝাঁকুনি বেশি থাকে।
সেই ভয়ে তারা নেপিয়ার থেকে গাড়িতে করে ক্রাইস্টচার্চে যান। দল থেকে আলাদা হয়ে যানবাহনে যাওয়ায় তাদের নিজস্ব অর্থ ব্যায় করতে হয়।
সিরিজে সমতায় আসতে চাইলে টাইগারদের দ্বিতীয় ম্যাচে জিততেই হয়। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে। ২০ ফেব্রুয়ারি ডানেডিনে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ৩টি টেস্টও খেলবে বাংলাদেশ।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে নিউজিল্যান্ড। দ্বিতীয় সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ডের খেলোয়াড় আগেই পৌঁছান ক্রাইস্টচার্চে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।