প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় সফরকারী বাংলাদেশকে। সিরিজে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই টাইগারদের। জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডে খেলতে বৃহস্পতিবার বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে পৌঁছেছে।
বাংলাদেশের সকল খেলোয়াড় ছোট বিমানে করে ক্রাইস্টচার্চে গেলেও মাশরাফি ও তামিম ছিলেন ব্যাতিক্রম। নিউজিল্যান্ডে বাতাস বেশি থাকায় ছোট বিমানে ঝাঁকুনি বেশি থাকে। সেই ভয়ে তারা নেপিয়ার থেকে গাড়িতে করে ক্রাইস্টচার্চে যান। দল থেকে আলাদা হয়ে যানবাহনে যাওয়ায় তাদের নিজস্ব অর্থ ব্যায় করতে হয়।
সিরিজে সমতায় আসতে চাইলে টাইগারদের দ্বিতীয় ম্যাচে জিততেই হয়। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে। ২০ ফেব্রুয়ারি ডানেডিনে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ৩টি টেস্টও খেলবে বাংলাদেশ।
প্রতিপক্ষের চেয়েও মিঠুন আপাতত কন্ডিশনকে দেখছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। দুদিনের বিরতিতে দ্রুত মানিয়ে নিয়ে ঝাঁপাতে চান দ্বিগুণ উদ্যমে, ‘যেখানেই খেলি মানিয়ে নিতে পারা খুব দরকার। মানিয়ে নিতে না পারলে ভাল ফল আনার সম্ভাবনা খুবই কম। এই মানিয়ে নেওয়াটাই প্রথম চ্যালেঞ্জ। প্রতি ম্যাচই নতুনভাবে নামতে হয়। এই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেলতে হবে, ইতিবাচক ফল আনতে হবে।’
এদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে নিউজিল্যান্ড। দ্বিতীয় সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ডের খেলোয়াড় আগেই পৌঁছান ক্রাইস্টচার্চে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।