নিউজিল্যান্ডে বিপক্ষে হারার পর মাশরফি জানান, এই হারে তিনি কোন অজুহাত দেখাতে চান না। তবে তিনি দুষেছেন শুরুর বাজে ব্যাটিংকে।
মাশরাফি বলেন, “এই হারের পেছনে কোন অজুহাত দিতে চাই না। ব্যাটিং আজকে ভুগিয়েছে আমাদের। আমরা শুরুতে অনেক বেশি উইকেট হারিয়েছি। ওরা ভালো বোলিং করেছে তবে আমরা একটু বেশিই উইকেট হারিয়েছি। আমরা একটু দেরিতেই এসেছি নিউজিল্যান্ডে। এখানে মানিয়ে নিতে কমপক্ষে এক সপ্তাহ সময় প্রয়োজন। তবে এটা কোনো অজুহাত হতে পারে না।”
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরেছে মাশরাফিরা। আগামী ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ৩টি টেস্টও খেলবে বাংলাদেশ।
তবে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও উন্নতি করা উচিত বলে মনে করছেন বাংলাদেশের এ অধিনায়ক। “ক্রাইস্টচার্চে জিতে সমতা ফেরাতে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে ব্যাটিং নিয়ে। শুরুতে আমরা এতো উইকেট হারিয়ে ফেলতে পারি না। বোলিংয়েও আমাদের উন্নতি করতে হবে। আজকে আমরা খুব একটা ভালো বোলিংও করতে পারিনি।”
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে মোহাম্মদ মিঠুন (৬২), মোহাম্মদ সাইফউদ্দিন (৩০) ও সৌম্য সরকার (৩০) রান তুললেও বাকীরা আশানূরুপ ব্যাটিং করতে পারেননি। অপরদিকে, বোলিংয়ে পেসাররা পুরোপুরি ব্যার্থ হয়েছেন। এদিন মিরাজ ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট পেলেও পেসাররা ছিলেন শূন্য।