স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট হাতে মাঠে নেমেছে বাংলাদেশ। এর আগে টস ভাগ্যে জয় পেয়ে টাইগার অধিনায়ক মাশরাফি প্রথমে ব্যাটিং করতে চেয়ে নিউজিল্যান্ড ফিল্ডিং করার আমন্ত্রণ জানান।
বাংলাদেশ থেকে ৭ ঘণ্টা এগিয়ে থাকা নিউজিল্যান্ডে ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় বুধবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৭টায় এবং নিউজিল্যান্ডের স্থায়ী সময় দুপুর ২টায়।
শুরুতে ব্যাটিংয়ে নামানে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ট্রেন্ট বোল্টের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন তামিম। তামিম সাজঘরে ফিরেছেন ৬ বলে ৫ রান করে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশ:
মার্টিন গুপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট