মাশরাফি-তামিমদের ঘাম ঝরানো অনুশীলন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯
মাশরাফি-তামিমদের ঘাম ঝরানো অনুশীলন

ফাইল ছবি

বুধবার নিউজিল্যান্ডে বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে আগের দিন মঙ্গলবার ঘাম ঝরানো অনুশীলন করতে দেখা গেছে টাইগারদের।

তবে নিউজিল্যান্ডের মাটিতে এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশে। তাই টাইগাররা মরিয়া হয়ে আছে স্বাগতিকদের মাটিতে প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়ার। অপরদিকে, দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডও বিন্দু মাত্র ছাড় না দেওয়ার জন্য প্রস্তুত।

এখন পর্যন্ত বাংলাদেশে ও নিউজিল্যান্ডের ৩১ বার দেখা হয়েছিল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সুবিধাজনক রেকর্ড নেই মাশরাফিদের। ৩১ ম্যাচে ২১ জয় নিউজিল্যান্ডের এবং বাংলাদেশের ১০। বাংলাদেশের ১০ জয়ের মধ্যে দেশের মাটিতেই ৮টি। আর দুই জয় নিরপেক্ষ ভেন্যুতে।

এদিকে, বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। সাকিব না থাকাতে ধাক্কার বলে মনে করছেন দলটির কোচ স্টিভ রোডস।

কোচ বলেন, ‘আমাদের জন্য এটা বড় ধাক্কা। কেননা আমাদের আশপাশে অনেক সাকিব আল হাসান নেই।’

প্রথম ওয়ানডের পর ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ৩টি টেস্টও খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও  রুবেল হোসেন/মোহাম্মদ সাইফউদ্দিন।



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব না থাকা বড় ধাক্কা : রোডস

সাকিব না থাকা বড় ধাক্কা : রোডস

বিমানে ভয়, অকল্যান্ড থেকে গাড়িতে নেপিয়ার গেলেন মাশরাফিরা

বিমানে ভয়, অকল্যান্ড থেকে গাড়িতে নেপিয়ার গেলেন মাশরাফিরা

মাশরাফিদের জন্য প্রস্তুত নেপিয়ার

মাশরাফিদের জন্য প্রস্তুত নেপিয়ার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে কতটা এগোবে টাইগাররা?

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে কতটা এগোবে টাইগাররা?