বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ম্যাচে সাকিব না থাকায় বাংলাদেশের জন্য ধাক্কার বলে মনে করছেন দলটির কোচ স্টিভ রোডস। ১৩ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশে সময় সকাল ৭টায় নেপিয়ারে ম্যাকলেন পার্ক মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবকে ছাড়াই মাঠে নামবেন মাশরাফি-তামিমরা।
স্টিভ রোডস বলেন, ‘আমাদের জন্য এটা বড় ধাক্কা। কেননা আমাদের আশপাশে অনেক সাকিব আল হাসান নেই।’
মোস্তাফিজকে নিয়ে কোচ বলেন, ‘আমার মনে হয়, সাদা বলের ক্রিকেটে আপনি তাকে দলে চাইবেনই। ওয়ানডেতে সেরা পাঁচজনের মধ্যে একজন সে। ইনিংসের শেষদিকে যখন চাপ থাকে, তখনকার জন্যও সে খুব ভালো পারফরমার। যে কোনো দলের বিপক্ষে খেলার আগে এই বিষয়টা বড় একটা ফ্যাক্টর।’
মঙ্গলবার নেপিয়ারে অনুশীলন করেন বাংলাদেশের ক্রিকেটাররা।
প্রথম ওয়ানডের পর ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ৩টি টেস্টও খেলবে বাংলাদেশ।