চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ পার্টনারশিপ ছিল সাকিব-মাহমুদউল্লাহর। সাকিব-মাহমুদউল্লাহ ২২৪ রানের জুটি গড়ে রেকর্ড করেন। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে মধুর এ স্মৃতিই হয়তো বাংলাদেশকে সিরিজ জেতাতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
২০১৭ সালের সেই ম্যাচে দলীয় ৩৩ রানে চার উইকেট হারানোর পর সাকিব-মাহমুদউল্লার অভাবনীয় রেকর্ড ২২৪ রানের জুটিতে ভর করে নিউজিল্যান্ডের দেয়া ২৬৬ রানের টার্গেট পাঁচ উইকেট ও ১৬ বল হাতে রেখে টপকে যায় টাইগাররা। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের জুটি। আগের কীর্তিটি ছিল তামিম-মুশফিকের (১৭৮)। ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে।
তার আগে দেশের জার্সিতে পঞ্চম উইকেট জুটিতে নতুন রেকর্ডের জন্ম দেন সাকিব ও মাহমুদউল্লাহ (ওয়ার্ল্ড ক্রিকেটে সব মিলিয়ে তৃতীয়তম)। আগেরটিতেও ছিলেন সাকিব। ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৮ রানের জুটিতে তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম।
তবে এবার নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব। আঙুলের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে টেস্ট সিরিজে হয়তো তাকে দেখা যেতে পারে। কিন্তু সাকিবহীন ম্যাচ কি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এই সর্বোচ্চ রানের জুটি ভেঙে ফের জয়ের উপহার দিতে পারবে অন্য কেউ?
সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে বুধবার সকাল পর্যন্ত। কারণ বুধবার বাংলাদেশে সময় সকাল ৭টায় নেপিয়ারে ম্যাকলেন পার্ক মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
এদিকে, প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে নিউজিল্যান্ডের নেপিয়ারে পৌঁছেছের বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার টাইগাররা অনুশীলন করছে।
মাশরাফিদের কেন্দ্র করে জোড় প্রস্তুতি নিয়ছে ম্যাকলেন পার্ক কর্তৃপক্ষ। ম্যাকলেন পার্কের দর্শক ধারণ ক্ষমতা ১০ হাজার ৫০০ জন। সাইডস্কিন, বিজ্ঞাপনের জন্য ৪০০ মিটার এলিডি স্কিন, সম্প্রচারণের জন্য সকল যন্ত্রপাতি বসানো প্রায় শেষ। ভারতের বিপক্ষে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল বাংলাদেশ বিপক্ষে একই প্রযুক্তি থাকবে বলে জানিয়েছেন নেপিয়ারে ম্যাকলেন পার্ক কৃর্তপক্ষ।