সব ঠিকঠাক থাকলে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। নেপিয়ারে ম্যাকলেন পার্ক মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তাই মাশরাফিদের কেন্দ্র করে জোড় প্রস্তুতি নিয়ছে ম্যাকলেন পার্ক কর্তৃপক্ষ।
মাঠ কর্তৃপক্ষ আশা করছেন বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ কে কেন্দ্র করে দর্শকদের ব্যাপক উপস্থিতি থাকবে। তাই মাঠে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকে এ মাঠে যেসব আধুনিক যন্ত্রপাতি ছিল, সেসবই বাংলাদেশের ম্যাচেও থাকবে।
মঙ্গলবার বাংলদেশের ক্রিকেটার ওই মাঠেই অনুশীলন করছেন। ম্যাকলেন পার্কের দর্শক ধারণ ক্ষমতা ১০ হাজার ৫০০ জন।
স্টেডিয়ামের এক জন কৃর্তপক্ষ জানান, সাইডস্কিন, বিজ্ঞাপনের জন্য ৪০০ মিটার এলিডি স্কিন, সম্প্রচারণের জন্য সকল যন্ত্রপাতি সবই বসানো প্রায় শেষ। আশা করি মঙ্গলবার বিকেলের মধ্যে মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হবে। ভারতের বিপক্ষে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল বাংলাদেশ বিপক্ষে একই প্রযুক্তি থাকবে।
১৩ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশে সময় সকাল ৭টায় নেপিয়ারে ম্যাকলেন পার্ক মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তবে ম্যাচে আগে অনুশীলনের জন্য মাত্র একদিন সময় পাচ্ছেন মাশরাফিরা। প্রথম ওয়ানডের পর ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ৩টি টেস্টও খেলবে বাংলাদেশ।
তবে বিপিএলের কারণে তিন দফায় খেলোয়াড় পাঠাতে বাধ্য হয়। শেষ দফায় মাশরাফি-তামিমরা নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে গাড়িতে করে নেপিয়ার গিয়ে পৌঁছান। তবে নিউজিল্যন্ডের বিপক্ষে ওয়াডে সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। আঙুলের ইজুরির কারণে তিনি নিউজিল্যান্ড যেতে পারেন নি।