প্রথম ওয়ানডে খেলতে নেপিয়ারে টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯
প্রথম ওয়ানডে খেলতে নেপিয়ারে টাইগাররা

ফাইল ছবি

নিউজিল্যান্ডে বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে বাংলাদেশ ক্রিকেট দল নেপিয়ারে পৌঁছেছে। সোমবার বাংলাদেশ সময় ভোরে টাইগাররা নেপিয়ারে পৌঁছান।

১৩ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশে সময় সকাল ৭টায় নেপিয়ারে ম্যাকলেন পার্ক মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তবে ম্যাচে আগে অনুশীলনের জন্য মাত্র একদিন সময় পাচ্ছেন মাশরাফিরা। প্রথম ওয়ানডের পর ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ৩টি টেস্টও খেলবে বাংলাদেশ।

তবে বিপিএলের কারণে তিন দফায় খেলোয়াড় পাঠাতে বাধ্য হয়। শেষ দফায় মাশরাফি-তামিমরা রোববার সন্ধ্যায় নিউজিল্যান্ড গিয়ে পৌঁছান। তবে নিউজিল্যন্ডের বিপক্ষে ওয়াডে সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। আঙুলের ইজুরির কারণে তিনি নিউজিল্যান্ড যেতে পারেন নি।

mash

বাংলাদেশের ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (ইনজুরি), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের টেস্ট দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড সফরের সূচি:

ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে: ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ার, সকাল ৭টা

২য় ওয়ানডে: ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা

৩য় ওয়ানডে: ২০ ফেব্রুয়ারি, ডানেডিন, ভোর ৪টা

 

টেস্ট সিরিজ

১ম টেস্ট: ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ ,হ্যামিল্টন, ভোর ৪টা

২য় টেস্ট: ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা

৩য় টেস্ট: ৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা



শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহর বোলিং নিয়ে সমালোচনার ঝড় (ভিডিও)

মাহমুদউল্লাহর বোলিং নিয়ে সমালোচনার ঝড় (ভিডিও)

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে টাইগারদের হার

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে টাইগারদের হার

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে যা বললেন মাশরাফি

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে যা বললেন মাশরাফি

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের নেতৃত্বে রাভাল

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের নেতৃত্বে রাভাল