ইনজুরির কারণে ওয়াডেম্যাচে না থাকায় আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের চ্যালেঞ্জ আরো বেড়ে গেলো বলে মনে করছে মাশরাফি। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দেশ ত্যাগের আগে এমনটাই জানান ওয়ানডের এ অধিনায়ক।
মাশরাফি বলেন ‘নিউজিল্যান্ড সফর আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে সাকিব না থাকায় আমাদের চ্যালেঞ্জ আরো বেড়ে গেলো। তবে যারা আছে তাদের কে নিয়েও কিন্তু আমার এশিয়া কাপে খেলেছি। তাই আমাদের পজিটিভ চিন্তা করে খেলতে হবে। তবে সাকিব না থাকায় আমাদের দুইটি জায়গায় (বোলিং ও ব্যাটিং) লস হয়ে গেছে।
বিপিএলের ব্যস্ততার কারণে ওয়ানডের কোনোরকম প্রস্তুতি ছাড়াই নিউজিল্যান্ডে খেলতে নামবে বাংলাদেশ। ব্যাপারটি বাংলাদেশের জন্য ঠিক আদর্শ মনে করছেন না মাশরাফি। তবু মানিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান মাশরাফি।
তিনি বলেন, ব্যাপারটি (প্রস্তুতি ছাড়া যাওয়া) আমাদের জন্য ঠিক আদর্শ পরিস্থিতি নয়। খেলা নিউজিল্যান্ডে না হয়ে বাংলাদেশে হলেও একটা কথা ছিল। প্রস্তুতির জন্য দুই দিন সময় পাওয়া যাবে। এর মধ্যে চেষ্টা করবো যতদূর সম্ভব মানিয়ে নেয়া যায়।
শনিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে সাকিবকে ছাড়াই সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে করে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হন মাশরাফি-তামিমরা। রোববার সন্ধ্যায় নিউজিল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তাদের।
১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ৩টি টেস্টও খেলবে বাংলাদেশ।