তানজিদের দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগার যুবাদের সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯
তানজিদের দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগার যুবাদের সিরিজ জয়

ছবি : বিসিবি

কক্সবাজারে তিন ম্যাচ একদিনের ক্রিকেটের সিরিজের দ্বিতীয় ম্যাচে তানজিদের দুর্দান্ত ব্যাটিংয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এক ম্যাচ হাতে রেখেই যুবাদের সিরিজ জয়

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৫৬ রান জড়ো করে ৭ উইকেট হারানো ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান আসে লুইস গোল্ডসঅর্থির ব্যাট থেকে। ৯১ বলের মোকাবেলায় ৬টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস গড়েন তিনি। এছাড়া জ্যামি স্মিথ ৪৮, উইল স্মিড ৪৩, বেন চার্লসঅর্থ ৩৯ ও জর্জ ব্যাল্ডারসন অপরাজিত ২৯ রান করেন।

স্বাগতিক বোলারদের মধ্যে এদিন চমক দেখিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি একাই শিকার করেন ইংল্যান্ডের চারটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, আশরাফুল ইসলাম সিয়াম ও রিশাদ হোসেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান ও মোহাম্মদ প্রান্তিক নওরোজের ব্যাটে চড়ে ভালো শুরু পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। উদ্বোধনী জুটিতে দুজনে দলকে এনে দেন ৮৮ রান। ৩১ রান করা প্রান্তিক সাজঘরে ফিরলে দুর্দান্ত এই জুটি ভাঙে। এরপর সাজঘরে ফেরেন মোহাম্মদ পারভেজ হোসেনও। তার বিদায়ে চাপ সৃষ্টি হলে তা দূরীভূত করতে পারেননি তানজিদ। তবে তার আগে মাত্র ৪৬ বলের মোকাবেলায় ৭০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি, যেখানে ছিল ১২টি চার ও ১টি ছক্কা।

১১৯ রানে তৃতীয় উইকেট হারানো টাইগার যুবারা চতুর্থ উইকেট হারিয়ে বসে ১২২ রানে, শামিম হোসেন বিদায় নিলে। এরপর দলের হাল ধরেন মাহমুদুল হাসান ও আকবর আলী। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ১০৬ রানের পার্টনারশিপ। ৭৫ বলে ৫৭ রান করা আকবর বিদায় নিলে এই জুটি ভাঙে।

তবে মৃত্যুঞ্জয়কে সঙ্গে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন ৯২ বলে ৫৮ রান করা মাহমুদুল। বাংলাদেশ জয় পায় ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের তানজিদ।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২৫৬/৭ (৫০ ওভার)
লুইস ৭৩, স্মিথ ৪৮
মৃত্যুঞ্জয় ৫০/৪, রিশাদ ৩৬/১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৫৮/৫ (৪৭.৫ ওভার)
তানজিদ ৭০, মাহমুদুল ৫৮* আকবর ৫৭
কাদরি ৪৮/৩, হিল ৪০/১

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী



শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগার যুবাদের কাছে পাত্তাই পেলো না ইংল্যান্ড

টাইগার যুবাদের কাছে পাত্তাই পেলো না ইংল্যান্ড

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে টাইগার যুবাদের ইংল্যান্ড বদ

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে টাইগার যুবাদের ইংল্যান্ড বদ

যে কারণে টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ

যে কারণে টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ

মূল পর্বে আফগানিস্তান,  বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব

মূল পর্বে আফগানিস্তান, বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব