বোল্টের কাছে পাত্তাই পেলো না ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯
বোল্টের কাছে পাত্তাই পেলো না ভারত

ফাইল ছবি

নিউজিল্যান্ড বোলার ট্রেন্ট বোল্টের বোলিংয়ের কাছেই হার মানলো ভারত। কোহলি-ধোনিহীন ম্যাচ নিউজিল্যান্ডের কাছে ভারত ৮ উইকেটে হেরেছে।

পাঁচ ম্যাচ সিরিজের ৪ নম্বর খেলায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। ৩৫ রানের উদ্বোধনী জুটিতে শেখর ধাওয়ান আর রোহিত শর্মা তুলেন ২১ রান। ১৩ রান করে ধাওয়ান ট্রেন্ট বোল্টের শিকার হওয়ার পরই ভারতীয় ইনিংসে শুরু হয় আসা যাওয়া খেলা।

ট্রেন্ট বোল্ট আর কলিন ডি গ্র্যান্ডহোম মিলে রীতিমত টুঁটি চেপে ধরেন ভারতীয় ব্যাটসম্যানদের। ৩৩ রানের মধ্যে ৫টি আর ৫৫ রানে ৮ উইকেট হারিয়ে চোখে সর্ষেফুল দেখছিল সফরকারিরা। চাহাল আর কুলদ্বীপ যাদবের ২৫ রানের জুটিতে কিছুটা লজ্জা এড়ায় তারা।

কুলদ্বীপ করেন ১৫ রান, চাহাল অপরাজিত ছিলেন ১৮ রানে। এছাড়া হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ১৬ রান। বাকিরা সবাই দশের নিচে সাজঘরে ফিরেছেন। ফলে ভারত মাত্র ৯২ রানেই অলআউট হয়ে যায়।

india

নিউজিল্যান্ডের হয়ে বিধ্বংসী ট্রেন্ট বোল্ট ১০ ওভারে মাত্র ২১ রানে নিয়েছেন ৫টি উইকেট। ২৬ রান খরচায় ৩টি উইকেট কলিন ডি গ্র্যান্ডহোমের। একটি করে উইকেট নেন টোড অ্যাস্টল আর জিমি নিশাম।

জয়ের লক্ষে ৯৩ রান তাড়া করতে মেনে মাত্র দুই উইকেট হারাতে হয় নিউজিল্যান্ডদের। মার্টিন গাপটিল (১৪) ও কেন কেন উইলিয়ামসন (১১) রানে আউট হন। তবে হেনরি নিকোলস (৩০) ও টেলর (৩৭) পার্টনারশিপের জয়ের দেখা পায় নিউজিল্যান্ড।

১০ ওভারে মাত্র ২১ রানে ৫টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট। এ জয়ে ৩-১ এলো নিউজিল্যান্ড।



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলি-ধোনিহীন ভারত ৯২ রানেই অলআউট

কোহলি-ধোনিহীন ভারত ৯২ রানেই অলআউট

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় কোহলিবিহীন ভারত

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় কোহলিবিহীন ভারত

এ যেন অপ্রতিরোধ্য ভারত

এ যেন অপ্রতিরোধ্য ভারত

ভারতের এগিয়ে যাওয়া নাকি নিউজিল্যান্ডের সমতা

ভারতের এগিয়ে যাওয়া নাকি নিউজিল্যান্ডের সমতা