নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় কোহলিবিহীন ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় কোহলিবিহীন ভারত

ছবি: এফপি

প্রথম তিন ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই নিশ্চিত করেছে সফরকারী ভারত। এখন তাদের লক্ষ্য সিরিজের শেষ দুই ওয়ানডে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা।

সেই লক্ষ্য নিয়ে আগামী ৩১ জানুয়ারি হ্যামিল্টনে বাংলাদেশ সময় সকাল ৮টায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে নামছে ভারত। তবে এ ম্যাচে খেলছেন না ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। পক্ষান্তরে সিরিজ হারের দুঃখ ভুলে শেষ দুই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না কিউইরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে পা রাখে ভারত। সিরিজের প্রথম ম্যাচ থেকে নিজেদের পারফরমেন্সের ফুলঝুড়ি ফোটাতে থাকে টিম ইন্ডিয়া। ৮ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করে ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে ৯০ রানে জয় পায় তারা।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে তৃতীয় ওয়ানডে খেলতে নেমে সেখানে আরো উজ্জল ছিলো ভারত। প্রথমে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ২৪৩ রানেই গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। জবাবে উপরের সারির প্রথম পাঁচ ব্যাটসম্যানই দলের জন্য প্রয়োজনীয় ইনিংস খেলেন। রোহিত শর্মা ৬২, শিখর ধাওয়ান ২৮, বিরাট কোহলি ৬০, আম্বাতি রাইদু অপরাজিত ৪০ ও দিনেশ কার্তিক অপরাজিত ৩৮ রান করেন। এতে ৭ ওভার বাকী রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। সেই সাথে দুই ম্যাচ বাকী রেখে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলে বিরাট কোহলির দল। ২০০৯ সালের পর আবারো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো ভারত।

এবার নতুন লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজের বাকী দু’ম্যাচও জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় টিম ইন্ডিয়া। নতুন লক্ষ্যে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই মাঠে নামতে হবে। প্রথম ওয়ানডের পরই শেষ দুই ম্যাচে কোহলিকে বিশ্রামে রাখার সিদ্বান্ত নিয়েছিলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তারপরও কোহলিকে ছাড়া নিউজিল্যান্ডকে হোয়াইওয়াশের ব্যাপারে আশাবাদী ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা।

তিনি বলেন, ‘সিরিজ জয়ের কাজটা আমরা ভালোভাবে সম্পন্ন করেছি। এবার লক্ষ্য নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। আশা করি, এখানেও আমরা সফল হবো। দলের সবাই দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রথম তিন ম্যাচের ফল তেমনটাই বলছে। তবে ম্যাচ বাই ম্যাচ সামনের দিকে এগোতে চাই আমরা।’

অন্য দিকে সিরিজ হারলেও শেষ দুই ম্যাচে নিজেদের সেরাটা উজার করে দেয়ার ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘তিন ম্যাচ এখন অতীত। পরের দুই ম্যাচের দিকে আমাদের চোখ। শেষ দুই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। শেষ দুই ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই আমরা।’

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), খলিল আহমেদ, যুজবেন্দ্রা চাহাল, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, ভুবেনশ্বর কুমার, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, বিজয় শঙ্কর ও শুবমান গিল।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুক ফার্গুসন, জেমস নিশাম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও রস টেইলর।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো কোহলিরা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো কোহলিরা

সিরিজ জিততে ভারতের লক্ষ্য ২৪৪

সিরিজ জিততে ভারতের লক্ষ্য ২৪৪

ভারতের এগিয়ে যাওয়া নাকি নিউজিল্যান্ডের সমতা

ভারতের এগিয়ে যাওয়া নাকি নিউজিল্যান্ডের সমতা

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ