টাইগার যুবাদের কাছে পাত্তাই পেলো না ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯
টাইগার যুবাদের কাছে পাত্তাই পেলো না ইংল্যান্ড

ছবি : বিসিবি

পারভেজ হোসাইন ইমনের দুর্দন্ত ব্যাটিং ও তানজিম হাসান সাকিবের পেসের কাছে পাত্তাই পেলো না ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। কক্সবাজারে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

মঙ্গলবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে শুরু টা ভালো হয়নি ইংল্যান্ডের। তানজিম হাসান সাকিবের বলে ১ রানে সাজঘরে ফিরেন জর্ডান কক্স। এরপর ব্যাটিংয়ে আসেন উইল স্মিড। কিন্তু তিনিও সাকিবের আঘাতে শিকার হন। স্মিড ফিরেন শূন্য রানে।

পরে অধিনায়ক জ্যামি স্মিথ দলের হাল ধরতে আসেন। তবে তিনিও ইনিংস লম্বা করতে পারেন নি। স্মিথ ফিরেন ১২ রানে। এরপর টম লেমনবি (১৭), জর্জ হিল (৩০), ল্যাগ হ্যালম্যান (৩৫), ক্যাসি অ্যালড্রিজ (২১) রান করলেও ইনিংসটা লম্বা করেন লুইস গোল্ডসওর্থি। তিনি ৯৯ বলে ৬১ রান করেন। তবে ইংল্যান্ডের ২০৯ রানে আটকে যায় তাদের ইনিংস।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ৩, রাকিবুল হাসান ২ এবং আশরাফুল ইসলাম একটি উইকেট পান।

২১০ রানের জয়ের লক্ষ্যে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান ও প্রান্তিক নাবিল। তবে তানজিদ দ্রুত সাজঘরে ফিরলেও পারভেজ হাসান ইমন ও নাবিল পার্টনারশিপ গড়েন। নাবিল ৪৮ ও ইমন ৮০ রান করে আউট হন। পরে মাহমুদুল হাসান (৩৩) ও শামিম হাসান (১১) আউট হন। তবে আকবর আলী ও মৃত্যুঞ্জ চৌধুরীর দলকে জয় উপহার দেন। ফলে বাংলাদেশ যুবারা ৫ উইকেট জয় পায়।

এ জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০ এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে সিরিজের একমাত্র যুব টি-টোয়েন্টিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২০৯/৭ (চার্লসওয়ার্থ ২৬, কক্স ১, স্মিড ০, স্মিথ ১২, ল্যামনবাই ১৭, হিল ৩০, গোল্ডসওয়ার্থি ৬১, হলম্যান ৩৫*, অলড্রিজ ২১*; সাকিব ৩/৪৭, মৃত্যুঞ্জয় ০/৪১, শামিম ০/৬, আশরাফুল ১/৪৪, রাকিবুল ২/৪১, রিশাদ ০/২৯)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৫.৪ ওভারে ২১০/৫ (তানজিদ ৯, প্রান্তিক ৪৮, পারভেজ ৮০, মাহমুদুল ৩৩, শামিম ১১, আকবর ১০*, মৃত্যুঞ্জয় ৮*; ল্যামনবাই ১/১৭, কাদরি ১/৩২, ফিঞ্চ ১/৪৯, হলম্যান ১/৫৫)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: পারভেজ হোসেন



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে টাইগার যুবাদের ইংল্যান্ড বদ

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে টাইগার যুবাদের ইংল্যান্ড বদ

সাব্বিবের বিষয়ে বিসিবি সভাপতির ভিন্ন তথ্য

সাব্বিবের বিষয়ে বিসিবি সভাপতির ভিন্ন তথ্য

হিসেব মিলাতে পারছেন না ইমরুল কায়েস

হিসেব মিলাতে পারছেন না ইমরুল কায়েস

বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মাশরাফি

বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মাশরাফি