ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫১ এএম, ২১ ডিসেম্বর ২০১৭
ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারালো নিউজিল্যান্ড

সফরকারী দলের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৮ রানের মামুলি সংগ্রহ পায় ক্যারিবিয় দলটি। দলের তারকা খেলোয়াড় নিজের নামের প্রতি কোন সুবিচার করতে পারেননি। ডগ ব্রেসওয়েলের শিকার হওয়ার আগে মাত্র ২২ রান করতে সক্ষম হন তিনি।

ফাঙ্গেরির কোবহাম ওভালে অনুষ্ঠিত ম্যাচে চার ওভার বাকি থাকতে সহজেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপসরা।

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডজ অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ব্যাট হাতে তার দলের আরও ভালো করা প্রয়োজন ছিল। এত স্বল্প রানের পুঁজিতে ম্যাচ জেতা কঠিন। আমরা যথেষ্ট রান সংগ্রহ করতে পেরেছি বলে আমি মেন করি না। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি এবং কখনোই প্রকৃত অর্থে ভালো অবস্থানে যেতে পারিনি।

তিনি বলেন, অবশ্যই আজ (বুধবার) এটা আমাদের বাধাগ্রস্ত করেছে এবং এটা আমাদের সংশোধন করতে হবে।

মূলত ওপেনার এভিন লুইস এবং রোভম্যান পাওয়েল ছাড়া আর কেউই এ ম্যাচে দাঁড়াতে পারেননি। লুইস ৭৬ এবং পাওয়লের ৫৯ রানের সুবাদে মোটামুটি মানের একটি সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় সফরকারীরা।

কয়েক দিন আগে সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে রেকর্ড ১৮টি ছক্কা হাঁকানো গেইল যেন এ ম্যাচে ছিলেন একদম নিষ্প্রভ। দীর্ঘ ১৫ মাস বাইরে থাকার পর পুনরায় জাতীয় দলে ডাক পাওয় ৫৫ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ব্রেস ওয়েলের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় গেইলকে।

চলতি বছর শুরুর দিকে মদ্যপ অবস্থায় গাড়ী চালানোয় শাস্তি পাওয়াসহ মাঠের বাইরের বেশকিছু বিতর্কিত ঘটনায় নিউজিল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়েন ব্রেসওয়েল। বাবার মৃত্যুর কারণে নিয়মিত সদস্য অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম নাম প্রত্যাহার করে নেয়া শেষ মুহূর্তে দলে ডাক পান ২৭ বছর বয়সী ব্রেুসওয়েল।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলয়ামসন বলেন, ‘তার জন্য দলে ফেরা এবং যেভাবে পারফরমেন্স করেছে সেটা সত্যিই অসাধারণ।’

তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে উইলয়ামসন এবং টিম সাউদিকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড।

সংখিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ২৪৮/৯ (লুইস ৭৬, পাওয়েল ৫৯; ব্রেসওয়েল ৫৫/৪)
নিউজিল্যান্ড : ২৪৯/৫ (৪৬ ওভার, ওর্কার ৫৭, মুনরো ৪৯, টেইলর অপরাজিত ৪৯)।



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন সূচিতে ম্যাচ বাড়লো বাংলাদেশের

নতুন সূচিতে ম্যাচ বাড়লো বাংলাদেশের

জানুয়ারিতে সাকিব-মোস্তাফিজদের আইপিএল নিলাম

জানুয়ারিতে সাকিব-মোস্তাফিজদের আইপিএল নিলাম

ইংল্যান্ডকে টপকে গেল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে টপকে গেল অস্ট্রেলিয়া

অ্যাশেজ পুনরুদ্ধার করলো অস্ট্রেলিয়া

অ্যাশেজ পুনরুদ্ধার করলো অস্ট্রেলিয়া