নেপালেও যে ক্রিকেটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারই জানান দিলেন নেপালের ব্যাটসম্যান রোহিত পাডেল। ১৬ বছর বয়সী এ ব্যাটসম্যান সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভেঙে ফেলেছেন শচীন ও আফ্রিদির দখলে থাকা দীর্ঘ দিনের রেকর্ড।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নেপালের রোহিত পাডেল অর্ধশত তুলে নেন। ৫৮ বলে ৫৫ রান তুলেন তিনি। এর ফলে বিশ্বে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অর্ধশতকের রেকর্ড গড়লেন রোহিত। এর আগে এই রেকর্ড ভারতের শচীন টেন্ডুলকার এবং পাকিস্তানের শহীদ আফ্রিদির দখলে ছিল।
সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান রোহিতের বর্তমান বয়স ১৬ বছর ১৪৬ দিন। অপরদিকে শচীনের দখলে ছিল এই রেকর্ডটি। তার বয়স যখন ১৬ বছর ২১৩ দিন ছিল তখন তিনি পাকিস্তানের বিপক্ষে বিশ্বে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অর্ধশত তুলেন।
এরপর দ্বিতীয় সর্বকনিষ্ট ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের আফ্রিদি শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে শতক তুলেন। তখন তার বয়স ছিল ১৬ বছর ২১৭ দিন।
তবে শচীন ও আফ্রিদির দীর্ঘ দিনের রেকর্ড ভেঙে ফেললেন নেপালি ব্যাটসম্যান রোহিত পাডেল। তার অর্ধশতে রয়েছে সাতটি বাউন্ডারি। গতবছর নেদারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক হয় রোহিতের। তিনি রাইট হ্যান্ড ব্যাটসম্যান ও রাইট আর্ম মিডিয়াম বোলার।
এ দিন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। নেপালের রোহিদ ও জ্ঞানেন্দ্র মাল্লার দুর্দান্ত ব্যাটিংয়ে ২৪১ রান তুলে নেপাল। ২৪২ রানের জয়ের লক্ষ্যে নেমে শুরুতে নিয়মিত উইকেট হারাতে থাকে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানরা। তারা ৯৭ রান করেই অলআউট হয়ে যায়।
ফলে ১৪৫ রানের বিশাল জয় পায় নেপাল। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় এলো নেপাল। এর আগে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জয় তুলে নিয়ে ছিল সংযুক্ত আরব আমিরাত।