এ যেন অপ্রতিরোধ্য ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯
এ যেন অপ্রতিরোধ্য ভারত

ছবি: ক্রিকইনফো

'এলাম দেখলাম জয় করলাম'- জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তিটি বোদহয় ভারতের জন্যই। ‌‌কোহরিরা যে দেশেই যাচ্ছে সে দেশই জয় করে নিচ্ছে। ব্যাটে বলের যুদ্ধে যেন পুরোপুরি সিদ্ধহস্ত তারা।

অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করার পর এবার ভারত নেমেছে নিউজিল্যান্ড বদে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের মধ্যে দুটিতেই হেসে খেলে জিতে নিয়েছে ভারত। শনিবার দ্বিতীয় ম্যাচে ৯০ রানে জয় পায় ভারত।

টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভাতের অধিনায়ক বিরাট কোহলি। ওপেনিং জুটিতেই ১৫৪ রান তোলেন রোহিত ও ধাওয়ান। এর মধ্য দিয়ে তাঁরা পেছনে ফেললেন টেন্ডুলকার-শেবাগের শতরানের জুটির কীর্তিকে। ওয়ানডেতে ১৩বার শতরানের জুটি গড়েছেন সাবেক দুই কিংবদন্তি। রোহিত-ধাওয়ান আজ তুলে নিয়েছেন নিজেদের ১৪তম শতরানের জুটি। দুজনের গড়ে দেওয়া এই ভিতে ভর করে ৪ উইকেটে ৩২৪ রান তোলে ভারত।

রোহিত ফিরেছেন সেঞ্চুরির সুবাস নিয়ে। ৮৭ রান করে আউট হন তিনি। ৬৬ রান করেন ধাওয়ান। এরপর বাকি তিন ব্যাটসম্যানের স্কোর যথাক্রমে—কোহলি (৪৩), অম্বতি রাইড়ু (৪৭) ও মহেন্দ্র সিং ধোনি (৪৮*)। ভারতের ওয়ানডে ইতিহাসে এই প্রথম টপ অর্ডারের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান চল্লিশোর্ধ্ব রান পেলেন। ওয়ানডে ইতিহাসেই এমন ঘটনা ঘটেছে মাত্র ১০বার।

জয়ে জন্য ৩২৫ রানে বিশাল লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডে ১৮তম ওভারে স্কোরবোর্ডে এক শ রান উঠলেও ফিরে যান টপঅর্ডারের প্রথম চার ব্যাটসম্যান। বড় সংগ্রহ তাড়া করতে মার্টিন গাপটিল (১৫), কলিন মানরো (৩১), উইলিয়ামসন (২০) ও রস টেলরদের (২২) কেউ ইনিংস বড় করতে পারেননি। বোলিংয়ে ভারতের হয়ে মূল কাজটি করেন স্পিনার কুলদীপ যাদব। ৪৫ রানে ৪ উইকেট নেন এই স্পিনার। যাদবের আগে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে দুবার ৪টি করে উইকেট নেওয়ার রেকর্ড আছে অনিল কুম্বলে ও জাভাগাল শ্রীনাথের।

১৬৬ রান করতেই ৮ উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের। নবম উইকেট জুটিতে এসেছে ৫৮ রান—যা কিনা দলটির ইনিংসে সর্বোচ্চ! তবে ২৩৪ রানের বেশি ‍তুলতে পারেনি দলটি।

ম্যাচ সেরা হন রোহিত শর্মা। পাঁচ ম্যাচের এই সিরিজে তৃতীয় ওয়ানডে গড়াবে সোমবার।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশের বাইরে কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশের বাইরে কোহলি

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ

বছর শুরুর সাফল্য ধরে রাখতে চায় ভারত ও নিউজিল্যান্ড

বছর শুরুর সাফল্য ধরে রাখতে চায় ভারত ও নিউজিল্যান্ড

প্রাইজ মানি না থাকায় ক্ষুব্ধ গাভাস্কার

প্রাইজ মানি না থাকায় ক্ষুব্ধ গাভাস্কার