দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হোয়াটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের ঘুরে দাঁড়াতে মড়িয়া পাকিস্তান টানা দ্বিতীয় হার দেখলো। শুক্রবার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১৩ রানে জিতেছে ফাফ দু প্লেসির দল। ফলে পাঁচ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৩ ওভার শেষে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় তাদের স্কোর ছিল ১৮৭/২। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সে সময় দলটির প্রয়োজন ছিল ১৭৫ রান।
রান তাড়ায় হাশিম আমলার সঙ্গে ৫৩ রানের উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন কুইন্টন ডি কক। তিন চারে ২৫ রান করা আমলাকে ফিরিয়ে দশম ওভারে শুরুর জুটি ভাঙেন হাসান আলি। ৩৬ বলে ৩৩ রান করা ডি কক থামেন রান আউট হয়ে।
অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটিতে দলকে পথ দেখান রিজা হেনড্রিকস ও দু প্লেসি। ৮ ছক্কা ও দুই চারে ৮৮ বলে খেলা অপরাজিত ৮৩ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন টপ অর্ডার ব্যাটসম্যান হেনড্রিকস। দু প্লেসি ৪২ বলে খেলেন ৪০ রানের দায়িত্বশীল ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ফখর জামানকে দ্রুত ফিরিয়ে দেন বিউরান হেনড্রিকস। তবে দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদের পাঁচটি ক্যাচ হাতছাড়ার সুযোগ কাজে লাগিয়ে তিনশ ছাড়ানো সংগ্রহ পেয়ে যায় সফরকারীরা।
এক প্রান্তে সাবধানী ব্যাটিং করেন ইমাম। অন্য প্রান্তে সতীর্থরা মনোযোগী ছিলেন দ্রুত রান তোলায়। তার সঙ্গে ১৩২ রানের জুটি গড়া বাবর ৭২ বলে খেলেন ৬৯ রানের চমৎকার ইনিংস।
ইমামের সঙ্গে ৮৪ রানের জুটি গড়া হাফিজ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪৫ বলে করেন ৫২ রান। পঞ্চাশ ছোঁয়ার পর রানের গতি বাড়ানো ইমাম ১১৪ বলে তুলে নেন পঞ্চম সেঞ্চুরি। তার ১১৬ বলের ইনিংস গড়া ৮ চারে।
শেষের দিকে ২৩ বলে ৭ চারে অপরাজিত ৪৩ রানের ঝড়ো ইনিংসে দলের সংগ্রহ তিনশ রানে নিয়ে যান অলরাউন্ডার ইমাম ওয়াসিম। তবে বড় সংগ্রহও দলকে এনে দিতে পারেনি জয়।
চমৎকার ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন রিজা হেনড্রিকস। আগামী রোববার জোহানেসবার্গে হবে চতুর্থ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ৩১৭/৬ (ইমাম ১০১, ফখর ২, বাবর ৬৯, হাফিজ ৫২, মালিক ৩১, ওয়াসিম ৪৩*, হাসান ১, সরফরাজ ৬*; স্টেইন ২/৪৩, বিউরান হেনড্রিকস ১/৫০, রাবাদা ২/৫৭, ফেলুকওয়ায়ো ০/৭১, শামসি ১/৭৫, রিজা হেনড্রিকস ০/২১)
দক্ষিণ আফ্রিকা: (৩৩ ওভারে লক্ষ্য ১৭৫) ৩৩ ওভারে ১৮৭/২ (ডি কক ৩৩, আমরা ২৫, রিজা হেনড্রিকস ৮৩*, দু প্লেসি ৪০*; আমির ০/৩৬, আফ্রিদি ০/৩৭, ওয়াসিম ০/৩৪, হাসান ১/৩৩, শাদাব ০/৪৬)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১৩ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
ম্যান অব দা ম্যাচ: রিজা হেনড্রিকস