আরব আমিরাতের কাছে নেপালের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯
আরব আমিরাতের কাছে নেপালের হার

ছবি: কাটমন্ডু পোস্ট

আন্তর্জাতিক তিনম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতে কাছে হেরেছে নেপাল। ১০৭ বল হাতে রেখে ৩ উইকেটে জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত।

দুবায়ের একাডেমি মাঠে প্রথম ওয়ানডেতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। ব্যাটিংয়ে নেমে তেমন ভালো করতে পারেনি নেপাল। মাত্র ৩৪ ওভারে ১১৩ রান করে অলআউট হয়ে যায় নেপাল।

নেপালের পক্ষে সোমপাল কামি ৪৭ বলে সর্বোচ্চ ৩০ রান করেন। এছাড়া আরিফ শেখ ৪৩ বলে ২৪, পরস খাদকা ৩৬ বলে ২০, সন্দীপ লামিচ্যান ২৭ বলে ১৫ রান করে আউট হন। বাকী ব্যাটসম্যানরা দশের উপরে কেউ রান করতে পারেননি।

সংযুক্ত আরব আমিরাতের বোলার মোহাম্মদ নাভিদ ও আমির হায়াদ তিনটি করে উইকেট নেন। ইমরান হায়দার ২ এবং কাদের একটি উইকেট নেন।

১০৮ রান জয়ের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরত নিয়মিত উইকেট হারে থাকে। তবে ল অর্ডার ব্যাটসম্যান আমির হায়াত ও ইমরান হায়দারের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরত। আমির ২৪ এবং ইমরান মূল্যবান ১৮ রান করে। এছাড়া গোলাম সাব্বের দলের সর্বোচ্চ ৩০ রান করেন। নেপালের বোলার কারান, সন্দীপ ও পরস দুটি করে উইকেট নেন। এছাড়া সোমপাল কামি একটি উইকেট নেন।

৪২ বলে ২৪ এবং ১৯ রান দিয়ে তিন উইকেট তুলে নেওয়া আরব আমিরাতের আমির হায়াদ হন ম্যাচ সেরা। এ জয়ে তিন ম্যাচ সিরিজের ০-১ এগিয়ে গেল সংযুক্ত আরব আমিরত।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের এগিয়ে যাওয়া নাকি নিউজিল্যান্ডের সমতা

ভারতের এগিয়ে যাওয়া নাকি নিউজিল্যান্ডের সমতা

পাকিস্তানের বিপক্ষে দলে ডাক পেলেন হেনড্রিকস

পাকিস্তানের বিপক্ষে দলে ডাক পেলেন হেনড্রিকস

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশের বাইরে কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশের বাইরে কোহলি

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ