দুর্দান্ত শুরুর পর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে শনিবার (২৬ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে সফরকারী ভারত। অন্যদিকে ১ জয়ে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড সমতায় ফিরতে চায়। এই ম্যাচের পরে বিশ্রামে যাবেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।
বুধবার পরাজিত হওয়া প্রথম ওয়ানডেতে পেসার মোহাম্মদ সামির দুর্দান্ত স্পেলের পর ভারতীয় দুই স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্রা চাহালের বিপক্ষে যেন অথৈ সাগরে হাতড়েছে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা।অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয় করে আসা ভারতীয়দের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি স্বাগতিকরা। পক্ষান্তরে চলতি ফর্ম অব্যাহত রেখে বে অব ওভালের দ্বিতীয় ম্যাচে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় সফরকারীরা।
সূর্যের কারণে সিরিজের প্রথম ম্যাচে আধা ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ হওয়ার আগে কুলদীপ- চাহাল জুটি ছয় উইকেট শিকার করেন। আগামী ম্যাচেও স্বাগতিকদের স্পিন বিষেই ঘায়েল করতে চায় ভারত।
আসন্ন বিশ্বকাপের আগে এখনো মিডল অর্ডার চূড়ান্ত করতে পারেনি ভারত। তবে এ ম্যাচেও দল অপরিবর্তিত রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। কমিটি অব এ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) হার্ডিক পান্ডিয়া ও কে এল রাহুলের সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এরপরই দলের সঙ্গে যোগ দিতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন হার্ডিক পান্ডিয়া। তবে খুব সম্ভবত তৃতীয় ওয়ানডেতে পাওয়া যাবে পান্ডিয়াকে।
ম্যাক ক্লিন পার্কে প্রথম ম্যাচে পেস অলরাউন্ডার বিজয় শংকরকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে কন্ডিশন বিবেচনায় দ্বিতীয় ম্যাচে পুনরায় রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে আনা হতে পারে।
অস্ট্রেরিয়া সফরে ভালো করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও আরেকট সুযোগ পেতে পারে প্রথম ম্যাচে ২৩ বলে ১৩ রান করা অপরাজিত আম্বাতি রাইদু। ভারতীয় দলের জন্য বড় প্রাপ্তি হচ্ছে অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে খুব ভালো কিছু করতে না পারা শিখর ধাওয়ান চলতি সিরিজের প্রথম ম্যাচে ভালো করেছেন।
৮ উইকেটে জয় পাওয়া প্রথম ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘এটা ছিল ধাওয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস। আমরা বার বার বলেছি আত্মবিশ্বাসের জন্য তার প্রয়োজন ম্যাচ শেষ করে আসা এবং সে মাইন্ডসেট থাকলে সে হতে পারে অমূল্য সম্পদ।’
আগামী ২৮ জানুয়ারী তৃতীয় ম্যাচ শেষে কোহলি বিশ্রামে যাওয়ার পর সেরা একাদশে অনেক পরিবর্তন আশা করা যেতে পারে। সে সময় ভারতীয় দলের হয়ে অভিষেক হতে পারে ওপেনার সুবম্যান গিলের।
নিজ মাঠে ভারতের বিপক্ষে আগের সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। তবে এবার ভালো খেলতে না পারলে হতে পারে তার বিপরীত। কিউই পেসার ট্রেন্ট বোল্ট জানিয়েছে, ‘সে দিন আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘ব্যাটসম্যানরা তাদের ভুলগুলো বুঝতে পেরেছে এবং অবশ্যই বড় রান সংগ্রহ করতে হবে, দেখি কি হয়।’
প্রথম ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি। বোল্ট বলেন, ‘উইলিয়ামসনের ব্যাটিং দেখ মনে হয়েছে যেন অন্য কোন পিচে ব্যাটিং করছে, কিন্তু অপর প্রান্ডে সকলেই ধুকেছে। সুতরাং অধিনায়ককে অনুসরণ করতে হবে ব্যাটসম্যানদের। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে আমরা দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়াতে চাই।’