পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি তিনটি ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাকা হয়েছে বাঁ-হাতি ফাস্ট বোলার বেওরান হেনড্রিকসকে। ২৮ বছর বয়সী হেনড্রিক্স ডেল স্টেইন ও কুইনটন ডি ককের সাথে দলে যোগ দিবেন।
প্রথম দুই ম্যাচে স্টেইন ও ডি কক বিশ্রামে ছিলেন। তাদের জায়গা করে দিতে ডুয়ানে অলিভার, ডেন প্যাটারসন ও হেনরিক ক্লাসেন ১৪ সদস্যের দল থেকে বাদ পড়েছেন।
ওয়ানডে ফর্মেটে এখনো খেলা না হলেও সাতটি টি২০ ম্যাচে খেলেছেন হেনড্রিকস। ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে পোচেফস্ট্রুমে সর্বশেষ টি২০ ম্যাচ খেলেছিলেন। ঘরোয়া মাজানসি টি২০ সুপার লিগে জোজি স্টার্সের হয়ে তিনি ৯ ম্যাচে ১২ উইকেট দখল করেছেন।
দক্ষিণ আফ্রিকা নির্বাচক প্রধান লিন্ডা জোন্ডি বলেছেন, ‘ফাস্ট বোলিং সম্পদ নিয়ে আমরা দারুন খুশী। বিশেষ করে ইনজুরির কারনে লুঙ্গি এনগিদি এখনো মাঠের বাইরে রয়েছে। এছাড়াও এনরিচ নোর্তেও ফিটনেস নিয়েও আমরা অপেক্ষায় আছি। এ কারনেই আমরা এই মুহূর্তে সেরা হিসেবেই হেনড্রিকসকে বাছাই করেছি। সে আমাদের আক্রমনে নি:সন্দেহে বৈচিত্র আনবে।’
টেস্ট সিরিজে ভাল খেলা অলিভারকে বিশ্রাম দেয়া হয়েছে। একই কারনে টি২০ সিরিজকে সামনে রেখে দলে কাগিসো রাবাদাকেও বিশ্রাম দেবার আশা করা হয়েছিল।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ১-১’এ সমতা বিরাজ করছে। পোর্ট এলিজাবেথে প্রথম ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে জয়ের পর ডারবানে দক্ষিণ আফ্রিকা একই ব্যবধানে জয়ী হয়ে লড়াইয়ে ফিরে আসে। আগামীকাল সেঞ্চুরিয়ানে তৃতীয় ও ২৭ ও ৩০ জানুয়ারি যথাক্রমে জোহানেসবাগে চতুর্থ ও কেপ টাউনে পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইনটন ডি কক (উইকেটরক্ষক), বেওরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আনডিলে ফেলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারিজ শামসি, ডেল স্টেইন, রেসি ভান ডার ডুসেন।