ক্ষমা চাইলেন সরফরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৪ জানুয়ারি ২০১৯
ক্ষমা চাইলেন সরফরাজ

ছবি: ক্রিকইনফো

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ মালোচনার মুখে পড়েছেন। তাই তিনি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন।

ডারবানে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮০ রানের ভিতরেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমসারির সব ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। কিন্তু অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ১২৭ রান যোগ করে দলকে ম্যাচ জেতান দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন (‌৮০)‌ ও অলরাউন্ডার অ্যান্ডিল ফুলাকোয়ে (‌৬৯)‌।

একাধিকবার বোলার পরিবর্তন করেও দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারেননি সরফরাজ। হতাশ হয়ে পড়েছিলেন। ম্যাচের ৩৭ তম ওভারে সব সীমা অতিক্রম করে গেলেন পাক অধিনায়ক। সরফরাজের মন্তব্য স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছে।

তিনি ফুলাকোয়ের উদ্দেশে বলছেন, ‘‌আরে কালো ছেলে। তোমার মা আজ কোথায় বসে আছে?‌ কী প্রার্থনা করে আজ বেরিয়েছো?‌’‌ ফুলাকোয়ে অবশ্য সরফরাজকে জবাবে কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ঘটনাটি। সরফরাজের তীব্র সমালোচনা করছেন ক্রিকেট ভক্তরা।

নিজের ভুল বুঝতে পেরে টুইটার বার্তায় ক্ষমা চেয়ে সরফরাজ লিখেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ম্যাচে আমার হতাশা থেকে বলা কথার কারণে যারা মনে আঘাত পেয়েছেন তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি। আমার কথাগুলো আসলে কোনো ব্যক্তি বা জাতিকে ছোট করার উদ্দেশ্যে বলা ছিলো না এবং কাউকে মনে কষ্ট দেয়ার কোনো ইচ্ছে আমার ছিলো না।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে সরফরাজ

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে সরফরাজ

হোয়াইটওয়াশের লজ্জা  ঘুছাতে ঘুরে দাঁড়ালো পাকিস্তান

হোয়াইটওয়াশের লজ্জা ঘুছাতে ঘুরে দাঁড়ালো পাকিস্তান

দ. আফ্রিকার বিপক্ষে ভাগ্য ফেরাতে চায় পাকিস্তান

দ. আফ্রিকার বিপক্ষে ভাগ্য ফেরাতে চায় পাকিস্তান

আজহারের নিজের উপর নিয়ন্ত্রণ নেই, দাবি রমিজ রাজার

আজহারের নিজের উপর নিয়ন্ত্রণ নেই, দাবি রমিজ রাজার