নিউজিল্যান্ড সফরে চলতি ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ছাড়াই খেলবে ভারত। শুধু এ দুই ম্যাচ নয়, সফরে টি-২০ সিরিজেও কোহলি একাদশের বাইরে থাকবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জানানো হয়, চলতি সফরে টি-২০ সিরিজেও কোহলি বিশ্রামে থাকবেন।
বিসিসিআইর এক বিবৃতিতে বলেছে, ‘গত কয়েক মাসে তার (কোহলি) উপর কাজের চাপের বিষয়টি বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটি নিজ মাঠে অস্ট্রেলিয়া সিরিজের আগে কোহলিকে বিশ্রাম দেয়াটাই সমিচীন মনে করছে।’
আরও বলা হয়, ‘নিউজিল্যান্ড সিরিজে কোহলির বদলি হিসেবে কাউকে নেয়া হবে না। শেষ দুই ওয়ানডে ও টি-২০ সিরিজে দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।’
চলতি নিউজিল্যান্ড সফর শেষে ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে আগামী মাসে নিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টি-২০ এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল।