দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯
দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ ও ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। দলে সুযোগ দিয়ে সাব্বিরের নিষেধাজ্ঞা একমাস কমিয়ে আনা হয়েছে। এছাড়া দলে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান।

বুধবার (২৩ জানুয়ারি) টাইগারদের আসন্ন নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ড সফরে ৩ ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শুরুটা হবে ১৩ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে। এর আগে বিপিএল শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।

বিপিএলের কল্যাণেই দলে জায়গা ফিরে পেলেন সাব্বির ও তাসকিন। চলতি বিপিএলে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সিলেট সিক্সার্সের ডানহাতি পেসার তাসিকন। ওয়ানডে দলের পাশাপাশি তাসকিনকে রাখা হয়েছে টেস্ট দলেও।

এদিকে দলে সুযোগ দিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ থাকা সাব্বির রহমানের নিষেধাজ্ঞারমেয়াদ একমাস কমিয়ে আনা হয়েছে।

সব কিছু ঠিক থাকলে বিপিএল শেষ হবার আগে (৮ ফেব্রুয়ারি রাতে) জাতীয় দলের একটা গ্রুপ দেশ ত্যাগ করবে। যাদের দল ফাইনালে থাকবে না, তারা চলে যাবেন। আর বাকিরা যাবেন ৯ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান।

টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সাদমান, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

ভিডিও:



শেয়ার করুন :


আরও পড়ুন

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ

অপ্রতিরোধ্য কোহলিদের এবার নিউজিল্যান্ড বদ

পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে অদ্ভূত কাণ্ড

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে অদ্ভূত কাণ্ড

অস্ট্রেলিয়ার দলে দুইজনকে সহ-অধিনায়ক ঘোষণা

অস্ট্রেলিয়ার দলে দুইজনকে সহ-অধিনায়ক ঘোষণা