বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানে ফিরেছেন শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষেধাজ্ঞায় থাকা সাব্বির রহমান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাস নিষেধাজ্ঞায় থাকা সাব্বির মুক্ত হবেন আগামী মার্চে। তবে ফর্মে ফেরার কারণে ফেব্রুয়ারির নিউজিল্যান্ড সফরে তাকে নিয়ে শোনা যাচ্ছে গুঞ্জন, ফিরতে পারেন জাতীয় দলেও। তার চেয়েও চমকপ্রদ সংবাদ হলো- সাব্বিরের নিষেধাজ্ঞা নাকি তিন মাস কমিয়েছে সয়ং বিসিবিই!
বলা হয়, ‘সাব্বিরের শাস্তি আসলে তিন মাস। যার মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর।’ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর রবাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিসিবি বরাত দিয়ে বলা হয়, নিউজিল্যান্ড এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে সাব্বিরের শাস্তি তিন মাস মওকুফ করা হয়েছে। অর্থাৎ গত ৩১ ডিসেম্বর ডানহাতি এ ব্যাটসম্যানের শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে বাংলাদেশ দলের হয়ে খেলতে তাই তার কোনো বাধা নেই।
সম্প্রতি ওয়ানডে অধিনায়ক মাশরাফিও বলেছেন জাতীয় ফেরার সম্ভাব্যের কথা। তিনি বলেন, ‘আমার মনে হয় তাসকিন ভালো করছে, শফিউল ভালো করছে। একটা ম্যাচে সাব্বির ভালো করেছে, ও যদি এখন পারফর্ম করে যেতে পারে। কিছু জায়গা আছে, এরা যদি ভালো করে সুযোগ থাকবে। টুর্নামেন্টের আরও তো বাকি আছে।’
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে উইন্ডিজ সফর চলাকালীন ফেসবুকে এক সমর্থককে অকথ্য ভাষায় গালিগালাজ করে শাস্তির মুখে পড়েন সাব্বির। এরপর ১ সেপ্টেম্বর শুনানি শেষে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বিরকে নিষিদ্ধ করা হয়।