২০১৫ সালের কথা, ভারতের বিপক্ষে অভিষেক হলো লাজুক বোলার মোস্তাফিজুর রহমানের। অভিষেকেই বাজিমাত। মাত্র ৫০ রান দিয়ে মোস্তাফিজ তুলে নেন মূলবান ৫ উইকেট। মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের কারণে সেই ম্যাচে ভারতে বিপক্ষে চমৎকার জয় পায় বাংলাদেশ।
তবে ক্রিকেট দুনিয়েতে আলোড়ন শুরু হয় এই বোলারকে নিয়ে। তিনি শুধু বোলিংয়েই করেন না, বোলে সাথে ছুঁড়েন কাটরের যাদু। ফলে ব্যাটসম্যানরা সহজেই পরাস্ত হয়ে যান। দুর্দান্ত কাটার বোলিংয়ের ফলে সারা বিশ্বে ‘কাটার মাস্টার' বলেই নাম কুড়ান তিনি। ২০১৫ সালে অভিষেকের পর থেকে বাংলাদেশ কে দুর্দান্ত সার্ভিস দিচ্ছেন এই বোলার। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আনুষ্ঠানিক বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন সাতক্ষীরার এই মোস্তাফিজ।
ওয়ানডে ক্রিকেটে ২০১৮ সালটা দারুণ কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। ১৮ ম্যাচে মাত্র ৪.২০ ইকোনমি এবং ২১.৭২ গড়ে শিকার করেছিলেন ২৯টি উইকেট। তাই আইসিসির আনুষ্ঠানিক বর্ষসেরা ওয়ানডে তালিকায় ৮ নম্বরে জায়গা করে নেন তিনি।
এছাড়া, ২৩ বছর বয়সী এই কাটার মাস্টার ৪০ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৪০টি ম্যাচে তিনি ৭৩টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া ১২ টেস্টে ২৭ উইকেট এবং ৩০ টি-টোয়েন্টিতে ৪৮টি উইকেট পান।
২০১৮ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ঘোষিত আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশের নেতৃত্বে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার এ দলে জাসপ্রিত বুমরাহর সঙ্গে পেস বোলিং ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বই রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের কাঁধে।
এছাড়া বর্ষসেরা এ একাদশে জয়জয়কার ঘটেছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। সবচেয়ে বেশি ৪ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ইংল্যান্ড থেকে। ভারতীয় ক্রিকেটারও রয়েছেন ঠিক ৪ জনই। এছাড়া বাকি তিনজনের একজন হলেন বাংলাদেশের মোস্তাফিজ, অন্য দুইজন নিউজিল্যান্ডের রস টেলর এবং আফগানিস্তানের রশিদ খান।
এছাড়া, আইসিসি বর্ষশেষে টেস্ট একাদশও ঘোষণা করেছে। টেস্ট দলের নেতৃত্বেও রয়েছেন কোহলিই। তবে এই দলে নেই বাংলাদেশের কোনো খেলোয়াড়।