অস্ট্রেলিয়া ওয়ানডে অধিনায়ক এ্যারন ফিঞ্চ বলেছেন, ভারতের বিপক্ষে সিরিজে খারাপ পারফরমেন্সের জন্য তিনি কেবলমাত্র নিজেই দায়ী এবং বিশ্বকাপের আগে নিজের ব্যাটিংয়ে উন্নতি করতে কিছু দিন কাজ করতে চান।
নিজ মাঠে ভারতের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচে ১৬ দশমিক ১৬ গড়ে মাত্র ৯৭ রান করার চতুর্থ টেস্টের দল থেকে বাদ পড়া ফিঞ্চ ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন।
টেস্ট দল থেকে বাদ পড়া সম্পর্কে মেলবোর্নের দ্য এজ পত্রিকাকে ফিঞ্চ বলেন, ‘দল থেকে বাদ পড়ার জন্য কাউকে দায়ী করা যাবে না। আমি মনে করি আমার অনেক সুযোগ ছিল কিন্তু আমি সেটা কাজে লাগাতে পারিনি।’
‘এ জন্য আমি কেবলমাত্র নিজেকেই দায়ী করতে পারি। দল নির্বাচন কিংবা এ ধরনের সব বিষয় একদম পরিষ্কার।’
নিজ মাঠে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলেও জায়গা পাননি ফিঞ্চ। আগামী মাসের শেষ সপ্তাহে ভারত সফরে অস্ট্রেলিয়া দলের সীমিত ওভার সিরিজের আগ পর্যন্ত প্রায় এক মাস যাবত বিবিএলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন তিনি।
ইংল্যান্ডে মে মাসের শেষ সপ্তাহে শুরু হওয়া বিশ্বকাপের আগে এপ্রিল মাসে একটা বিশ্রাম পাচ্ছেন তিনি।
৩২ বছর বয়সী এ তরাকা ব্যাটসম্যান বলেন কিছুটা হাল্কা সূচি মানে নিজের ব্যাটিং কৌশলে উন্নতি করতে পারবেন তিনি।
ফিঞ্চ বলেন, ‘আগামী দুই সপ্তাহ নিজের খেলা নিয়ে কাজ করার সুযোগ পেয়ে সত্যি আমি রোমাঞ্চিত এবং আশা করছি সেটা সঠিকভাবে কাজে আসবে। আমি কি করতে পারি সে বিষয়ে আমার নিজের উপড় অনেক আত্মবিশ্বাস আছে, তবে সময়ই সব বলে দেবে। এটা হবে খুব ভাল একটা চ্যালেঞ্জ।’