ধোনির প্রশংসায় কোচ ও সাবেকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯
ধোনির প্রশংসায় কোচ ও সাবেকরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১৪ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে ভারতকে ৭ উইকেটের জয় এনে দেন দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই সাথে অস্ট্রেলিয়ার মাটিতে অসিদের বিপক্ষে ভারতকে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদও দেন তিনি। তিন ম্যাচের সিরিজে তিনটি হাফ-সেঞ্চুরি করে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন ধোনি। তাই ধোনির প্রশংসা করলেন ভারতের বর্তমান কোচ ও সাবেক খেলোয়াড়রা।

ওয়ানডে ক্যারিয়ারের ব্যাটিং গড় ৫০ এর উপরে। অথচ গেল বছরটা সবচেয়ে বাজে গেছে ধোনির। ২০ ম্যাচের ১৩ ইনিংসে ২৫ গড়ে মাত্র ২৭৫ রান করেছেন তিনি। নেই কোন হাফ-সেঞ্চুরি বা সেঞ্চুরি। তাই ওয়ানডে দলে ধোনির স্থান পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। বিশ্বকাপের আগে ধোনির ব্যাপারে সিদ্বান্ত নেয়ার প্রসঙ্গও তুলেন তারা।

কিন্তু নতুন বছরের প্রথম ওয়ানডে সিরিজেই নিজের চেহারায় ফিরলেন ধোনি। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের সিরিজের সব ক’টিতেই হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। তার ইনিংসগুলো ছিলো এমন- ৫১, অপরাজিত ৫৫ ও অপরাজিত ৮৭ রান।

সিরিজ নির্ধারনী ম্যাচে চার নম্বরে ব্যাট হাতে নেমে ৮৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলার পর এখন ধোনির প্রশংসা সর্বত্র। ভারতের বর্তমান রবি শাস্ত্রী বলেন, ‘ধোনির বিকল্প কেউ হতে পারে না। ধোনির মত ক্রিকেটারেরা ৩০-৪০ বছরে একবারই আসে। ধোানি যেদিন চলে যাবে, দলে এমন এক শূন্যতা তৈরি হবে যা পুরন করাটা খুব কঠিনই হবে।’

বিশ্বের অন্যতম বুদ্ধিমান ও শান্ত মেজাজের খেলোয়াড় ধোনি, এমন মন্তব্যও করেন শাস্ত্রী। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের প্রসঙ্গ টেনে এনে শাস্ত্রী বলেন, ‘ধোনি কিংবদন্তি। ভারতীয় ক্রিকেটে অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে পরিচিত থাকবে সে। টেন্ডুলকারকেও মেজাজ হারাতে দেখেছি। ধোনিকে নয়। মাঠে এত শান্ত থাকতে কাউকে দেখিনি।’

ধোনির প্রশংসা করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। তিনি বলেন, ‘যেভাবে ধোনি এই সিরিজে ব্যাট করেছে, তা অনেক দিন পরে দেখা গেল। অ্যাডিলেড ওয়ানডের পর ধোনিকে নিয়ে সমালোচনা বেড়ে যায়। কিন্তু আমি জানতাম এই ইনিংস অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে ধোনি। ঠিক তাই-ই হয়েছে। পরের দু’ম্যাচে দলের জয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে ধোনিই। শেষ ওয়ানডেতে তার শান্ত মেজাজের ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রাইজ মানি না থাকায় ক্ষুব্ধ গাভাস্কার

প্রাইজ মানি না থাকায় ক্ষুব্ধ গাভাস্কার

টেস্টের পর ওয়ানডেতেও ইতিহাস গড়লো ভারত

টেস্টের পর ওয়ানডেতেও ইতিহাস গড়লো ভারত

চাহালের কাছে পরাস্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা

চাহালের কাছে পরাস্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা

কোহলিকে পেছনে ফেলে এগিয়ে ধোনি

কোহলিকে পেছনে ফেলে এগিয়ে ধোনি