প্রাইজ মানি না থাকায় ক্ষুব্ধ গাভাস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯
প্রাইজ মানি না থাকায় ক্ষুব্ধ গাভাস্কার

অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেও আর্থিক পুরস্কার পায়নি ভারতীয় দল। আর এটা নিয়েই ক্ষুব্ধ সাবেক জাতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তে অপমানিত হয়েছে ভারতীয় দল, এমনই মনে করছেন তিনি।

ম্যাচের সেরা চহাল ও সিরিজের সেরা মহেন্দ্র সিংহ ধোনি, উভয়কেই দেওয়া হয়েছিল ৫০০ ডলার করে। ৫০০ ডলার মানে ভারতীয় মুদ্রায় ৩৫,৬২০ রুপি। দুই ক্রিকেটারই এই অর্থ চ্যারিটিতে দান করেন। ভারতীয় দলকে দেওয়া হয় শুধু ট্রফি। যা অধিনায়ক বিরাট কোহালির হাতে তুলে দেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। কিন্তু একদিনের সিরিজ জেতার জন্য কোনও আর্থিক পুরস্কার দেওয়া হয়নি কোহালিদের।

আর এই ব্যাপারেই প্রশ্ন তুলেছেন গাভাস্কার। সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেছেন, “৫০০ ডলার আর এমন কী! এটা দুঃখের যে শুধু ট্রফিই দেওয়া হল দলকে। অথচ, সম্প্রচার স্বত্ব থেকে অনেক অর্থ উপার্জন করেছে আয়োজকরা। তা হলে কেন ক্রিকেটারদের ভাল পুরস্কার মূল্য দেওয়া হবে না? স্পনসরদের থেকে বিশাল অর্থ পাওয়ার আসল কারণ তো ক্রিকেটাররাই।” ক্রিকেট অস্ট্রেলিয়ার এই মানসিকতা যে একেবারেই মানতে পারছেন না তা বুঝিয়ে দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেও আর্থিক পুরস্কার পায়নি ভারতীয় দল। আর এটা নিয়েই ক্ষুব্ধ প্রাক্তন জাতীয় অধিনায়ক সুনীল গাওস্কর। ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তে অপমানিত হয়েছে ভারতীয় দল, এমনই মনে করছেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

কুম্বলের পদত্যাগ নিয়ে মুখ খুললেন লক্ষ্মণ

কুম্বলের পদত্যাগ নিয়ে মুখ খুললেন লক্ষ্মণ

টেস্টের পর ওয়ানডেতেও ইতিহাস গড়লো ভারত

টেস্টের পর ওয়ানডেতেও ইতিহাস গড়লো ভারত

দুর্ভাগ্যে টেস্ট অভিষেক হলো না অলি স্টোনের

দুর্ভাগ্যে টেস্ট অভিষেক হলো না অলি স্টোনের

ভুবনেশ্বরের ডেড বল নাটক!

ভুবনেশ্বরের ডেড বল নাটক!