চাহালের কাছে পরাস্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯
চাহালের কাছে পরাস্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা

ছবি: ক্রিকইনফো

অঘোষিত ফাইনালে যুজবেন্দ্র চাহালের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা পরাস্ত হয়েছেন। চাহাল ৬ উইকেট তুলে নেওয়ায় আট বল বাকি থাকতেই ২৩০ রানে অলআউট অসিরা।

শুক্রবার ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করতে নামেন ক্যারি ও ফিঞ্চ। ভুবনেশ্বর কুমারের দুই বল করার পর শুরু হয় বৃষ্টি।

বৃষ্টি থেমে খেলা শুরু হতেই ওপেনার ক্যারিকে মাত্র ৫ রানে প্যাভেলিয়নে ফেরান ভুবনেশ্বর কুমার। ১১ বলে পাঁচ রান করে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ২৪ বলে ১৪ রানে ফিরেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ। সেই ভুবনেশ্বর কুমারের বলেই এলবিডব্লু হন তিনি।

২৭ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া ইনিংসের হাল অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না উসমান‌ খাজা ও শন মার্শ। ৩৪ রানে খাজা ও ৩৯ রানে মার্শ ফিরেন প্যাভেলিয়নে। দু'জনকেই ফেরান যুজবেন্দ্র চাহাল। তাঁর তৃতীয় শিকার মার্কাস স্তইনিস। তিনি ফিরেন ১০ রানে। গ্লেন ম্যাক্সওয়েলকে ২৬ রানে ফেরান মোহাম্মদ শামি।

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র অর্ধশত করেন পিটার হ্যান্ডসকম্ব। ৫৮ রানে তাঁকে পেরান চাহাল। চাহালের পঞ্চম শিকার রিচার্ডসন। পরে জাম্পাকে ৮ রানে ফিরান চাহাল। ভারতের হয়ে দ্বিতীয়বারের মতো এক ম্যাচ ৬ উইকেট নিলেন চাহাল। ফলে চাহালে দুর্দান্ত বোলিংয়ে ২৩০ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। ভারতে সিরিজ জিততে দরবকার ২৩১ রান।

অস্ট্রেলিয়া একাদশ:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কারি, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোয়িনিস, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার সিডল, জেই রিচার্ডসন, বিলি স্টানলেক ও এডাম জাম্পা।

ভারত দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অম্বাতি রাইদু, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনশ্বের কুমার, মোহাম্মদ সিরাজ, খালেদ আহমেদ, মোহাম্মদ সামি ও বিজয় শঙ্কর।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত নাকি অস্ট্রেলিয়া, কে হাসবে অঘোষিত ফাইনালে

ভারত নাকি অস্ট্রেলিয়া, কে হাসবে অঘোষিত ফাইনালে

কাতারের উপর নির্ভরশীল ২০২২ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ

কাতারের উপর নির্ভরশীল ২০২২ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ

দ. আফ্রিকার বিপক্ষে ভাগ্য ফেরাতে চায় পাকিস্তান

দ. আফ্রিকার বিপক্ষে ভাগ্য ফেরাতে চায় পাকিস্তান

প্রথম দুই ওয়ানডেতে বাদ স্টেইন-ডি কক

প্রথম দুই ওয়ানডেতে বাদ স্টেইন-ডি কক