প্রথমটিতে অস্ট্রেলিয়া ও পরেরটিতে ভারত জয় পাওয়ায় দল দু’টির মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল জিতে নেবে ওয়ানডে সিরিজ। অর্থাৎ কোহলির ভারত নাকি অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া, কে হাসছে সিরিজ জয়ের হাসি।
ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার (১৮ জানুয়ারি) মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এর আগে টেস্ট সিরিজে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে কোহলির ভারত।
টেস্ট সিরিজে নাস্তানুবুদ হলেও জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। ব্যাটসম্যান-বোলারদের নৈপুন্যে ৩৪ রানে প্রথম ওয়ানডে জিতেছিল অসিরা। দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের ধারা অব্যাহত রাখাই মূল লক্ষ্য ছিল তাদের। তবে অস্ট্রেলিয়ার সেই স্বপ্ন পূরণ হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে জয় তুলে নেয়।
এদিকে ধোনির বর্তমান ফর্ম নিয়ে বেশি চিন্তা ছিল ভারতের। কিন্তু কার্তিককে নিয়ে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান ধোনি। প্রথম ওয়ানডেতে ৯৬ বলে ৫১ রান করা ধোনি অ্যাডিলেডে করেন ৫৪ বলে ৫৫ রান। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে ভারত। এখন সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে মহাগুরুত্বপূর্ণ। দু’দলই চাইছে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করতে।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শন মার্শ বলেছেন, ‘সিরিজের শেষ ম্যাচে আমাদের সামনে সহজ সমীকরণ। সিরিজ জিততে হলে ম্যাচ জয় করতে হবে। তাই আমরা জানি, কিভাবে-কি করতে হবে। ম্যাচ জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করবো। এ ম্যাচের জয়ের ব্যাপারে দলের সবাই অনেক বেশি।’
একইভাবে এখন সিরিজ জয়ই প্রধান লক্ষ্য জানিয়ে ভারতের ওপেনার শিখর ধাওয়ান বলেন, ‘টেস্ট সিরিজে দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। ওয়ানডেতে আমরা ভালো করছি। সিরিজে পিছিয়ে পড়েও ঘুড়ে দাঁড়িয়েছি। তাই আমাদের সামর্থ্য নিয়ে কোন চিন্তা নেই। আমরা যেকোন পরিস্থিতিতে ভালো খেলতে পারি। মেলবোর্নেও আমরা নিজেদের সেরাটা উজার করে দেব। কারণ, আমাদের লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়।’
এদিকে দু’টি পরিবর্তন নিয়ে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে অস্ট্রেলিয়া। পেসার জেসন বেহরেনডর্ফ ও স্পিনার নাথান লিঁওকে বাইরে রেখে ইতোমধ্যে একাদশ ঘোষণা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বেহরেনডর্ফ ও লিঁও’র পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বিলি স্টানলেক ও এডাম জাম্পা।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কারি, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোয়িনিস, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার সিডল, জেই রিচার্ডসন, বিলি স্টানলেক ও এডাম জাম্পা।
ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অম্বাতি রাইদু, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনশ্বের কুমার, মোহাম্মদ সিরাজ, খালেদ আহমেদ, মোহাম্মদ সামি ও বিজয় শঙ্কর।