টেস্ট সিরিজটা দুর্দান্ত কেটেছে দক্ষিণ আফ্রিকার। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সাফল্যটা ওয়ানডে সিরিজেও ধরে রাখতে চায় প্রোটিয়ারা। সেই লক্ষ্যে ১৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছিল স্বাগতিকরা। তবে প্রথম দুই ম্যাচে থাকছেন না ডেল স্টেইন ও কুইন্টন ডি কক।
ঘোষিত স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত একাদশের দুই ক্রিকেটারকে। ডি ককের জায়গা পূরণ করা হয়েছে এইডেন মারক্রামকে যোগ করে, আর স্টেইনের বদলে নেওয়া হয়েছে আরেক পেসার ডুয়েন অলিভিয়েরকে। ডি কক না থাকায় দুই ওয়ানডেতে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন হেনরিখ ক্লাসেন।
অলিভিয়েরের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এই পেসারকে ওয়ানডে স্কোয়াডে যোগ করেছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে অলিভিয়ের ১৪.৭০ গড়ে নিয়েছেন ২৪ উইকেট।
জোহানেসবার্গের শেষ টেস্টে ইনজুরির শঙ্কা জন্মেছিল স্টেইনকে নিয়ে। ম্যাচের দ্বিতীয় দিন কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই পেসারকে। যদিও দিন শেষে সংবাদ সম্মেলনে অলিভিয়ের নিশ্চিত করেছিলেন, ‘স্টেইন পুরোপুরি ঠিক আছেন।’ পরে মাঠে ফিরে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ২০ ওভার বোলিংও করেছিলেন তিনি।
যদিও কাজের চাপ কমাতেই হয়তো দক্ষিণ আফ্রিকান টিম ম্যানেজমেন্ট প্রথম দুই ওয়ানডেতে স্টেইনকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ আফ্রিকা দল:
ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, এইডেন মারক্রাম, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ডেন প্যাটারসন, আন্দিলে ফেলুকাও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, ডুয়েন অলিভিয়ের, রাসি ফন ডার ডুসেন।