শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারে পাঁচ ছক্কা নিশামের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯
শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারে পাঁচ ছক্কা নিশামের

ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারে পাঁচ ছক্কা মেরে সিরিজটা স্মরণীয় করে রাখলেন জেমস নিশাম।  শ্রীলঙ্কা বিপক্ষে আজ বৃহস্পতিবার প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ১৩ বলে ৪৭ রান তুলে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের এ অলরাউন্ডার।

এক ওভারে পাঁচ ছক্কা মেরে এরইমধ্যে রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছেন জেমস নিশাম। অল্পের জন্য সবচেয়ে দ্রুততম অর্ধশতক করা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। বর্তমানে রেকর্ডটি দখলে রয়েছে এবি ডি ভিলিয়ার্সের। মাত্র ১৬ বলে অর্ধশতক করার রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এ ক্রিকেটার।

এদিন, নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল অনবদ্য ব্যাটিংয়ে ১৩৮ রানের নান্দনিক ইনিংস খেলেন। তিনি ১১টি চার ও ৫টি ছক্কায় ১৩৯ বলে ১৩৮ রান তোলে। এছাড়া  নিশামের দুর্দান্ত ৪৭ রানের পর নিউজিল্যান্ড ৩৭১ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা।

৩৭১ রানে বড় লক্ষ্যে নেমে শ্রীলঙ্কারর টপ অর্ডাররা দুর্দান্ত ব্যাটিং করলেও বাকীরা তেমন ভালো করতে পারি নি। তাই শ্রীলঙ্কা ৩২৬ রান তুলতে সব গুলো উইকেট হারায়। ফলে নিউজিল্যান্ড ৪৫ রানে জয় লাভ করে। শ্রীলঙ্কার কুশাল পেরেরা শতক তুলে নেন।

নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল অনবদ্য ব্যাটিংয়ে জন্য ম্যাচ সেরা হন।



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

গাভাস্কারকে এখনও আমন্ত্রণপত্র পাঠায়নি অস্ট্রেলিয়া

গাভাস্কারকে এখনও আমন্ত্রণপত্র পাঠায়নি অস্ট্রেলিয়া

মাঠে ফিরলেন ‘এমপি' মাশরাফি

মাঠে ফিরলেন ‘এমপি' মাশরাফি

সিলেট সিক্সার্সের হয়ে খেলতে ঢাকায় ওয়ার্নার

সিলেট সিক্সার্সের হয়ে খেলতে ঢাকায় ওয়ার্নার