বিশ্বকাপের জন্য পাকিস্তানের ২২ সদস্যের দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮
বিশ্বকাপের জন্য পাকিস্তানের ২২ সদস্যের দল ঘোষণা

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তাই ২২ সদস্যের প্রাথমিক দল নির্বাচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি’র কর্তৃক নির্বাচিত হওয়া প্রাথমিক ২২ সদস্যের দল আগামী ২৫ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৩০ মার্চ পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে। ঐতিহাসিক ওভালে ৩০মে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এ আসর। ১৪ জুলাই ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল।

২২ সদস্যের প্রাথমিক দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, হুসেন তালাত, আসিফ আলী, মুহাম্মদ নওয়াজ, শোয়েব খান, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, হাসান আলী।

১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের পর বিশ্বকাপের পঞ্চম আয়োজক দেশ হতে যাচ্ছে ইংল্যান্ড। প্রতিযোগিতায় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চূড়ান্ত পর্বে ১০টি দল অংশগ্রহণ করবে। সেরা চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপে সর্বমোট ৪৮টি ম্যাচ ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আইসিসি বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। তারা বিশ্বকাপের গত ১১ আসরের মধ্যে পাঁচবার বিশ্বকাপের শিরোপা জিতেছে। সর্বশেষ ২০১৫ সালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছিল অজিরা।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের জয়

সিরিজ হেরে এক ধাপ নিচে পাকিস্তান

সিরিজ হেরে এক ধাপ নিচে পাকিস্তান

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

বছরের শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা

বছরের শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা