ওয়ানডেতে তৃতীয় ডাবল-সেঞ্চুরি করলেন রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭
ওয়ানডেতে তৃতীয় ডাবল-সেঞ্চুরি করলেন রোহিত

ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ডাবল-সেঞ্চুরি হাঁকালেন ভারতের রোহিত শর্মা। মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওপেনার হিসেবে খেলতে নেমে ক্যারিয়ারের তৃতীয় ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ডাবল-সেঞ্চুরি তুলে ১৫৩ বল মোকাবেলায় অপরাজিত ২০৮ রান করেন এ সিরিজে ভারতের অধিনায়ক রোহিত।

ভারতের ইনিংসের ৩৯তম ওভারের তৃতীয় বলে ক্যারিয়ারের ১৬তম ও অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির স্বাদ পান রোহিত। নিজের ১১৫তম বলে তিন অংকে পা দেন তিনি। এরপর মাত্র ১৮ বল মোকাবেলা করে দেড়শ পূর্ণ করেন রোহিত। আর পরের ৫০ রানও যোগ করতে ১৮ বল মোকাবেলা করেন। ফলে ১৫১তম বলে ক্যারিয়ারের তৃতীয় ডাবল-সেঞ্চুরি পেয়ে যান রোহিত।

শেষ পর্যন্ত ১৩টি চার ও ১২টি ছক্কায় অপরাজিত ২০৮ রান করেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ডের মালিক রোহিত।

২০১৩ সালে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম ও ওয়ানডে ক্রিকেটের তৃতীয় ডাবল-সেঞ্চুরি হাকাঁন রোহিত। এর আগে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও মারকুটে ওপেনার বিরেন্দার শেবাগ ডাবল-সেঞ্চুরি করেন।

ওয়ানডে ক্রিকেট প্রথম ডাবল-সেঞ্চুরি দেখে টেন্ডুলকারের ব্যাটে। ২০১০ সালে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২০০ রান করেছিলেন টেন্ডুলকার। এরপর ২০১১ সালে ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করেন শেবাগের।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

চার বছরে ৩৫ টেস্টসহ ১২২টি ম্যাচ খেলবে বাংলাদেশ

চার বছরে ৩৫ টেস্টসহ ১২২টি ম্যাচ খেলবে বাংলাদেশ

ভাগ্যের সঙ্গে চেষ্টাও প্রয়োজন : মাশরাফি

ভাগ্যের সঙ্গে চেষ্টাও প্রয়োজন : মাশরাফি

নিজের রেকর্ড ভেঙে গেইলের বিশ্বরেকর্ড

নিজের রেকর্ড ভেঙে গেইলের বিশ্বরেকর্ড

অভিষেক টেস্টে আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত

অভিষেক টেস্টে আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত