আম্পায়ার ও টাইগার অধিনায়কের মজার ভুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮
আম্পায়ার ও টাইগার অধিনায়কের মজার ভুল

মানুষ মাত্রই ভুল। কিছু কিছু ভুল হয়তো মেনেই নিতে হয়। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে তেমনি এক মজার ভুলের বলি হয়েছেন ওয়েস্টে ইন্ডিজের ব্যাটসম্যান রভম্যান পাওয়েল ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচে আম্পায়ার ছিলেন বাংলাদেশের মাসুদুর রহমান ও শ্রীলঙ্কার রুচিরা পল্লিয়াগুরু। এছাড়া টিভি আম্পায়ার ছিলেন পাকিস্তানের সেই আলোচিত আলিম দার। খেলা চলাকালে হয়তো আম্পায়ার ও টাইগার অধিনায়কের চোখে ধরা পড়েনি সেই মজার ভুলটি।

তবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৬তম ওভারের পর কালোর্স ব্রাফেট ঠিক ধরে ফেলেন সেই ভুলটি। ভীষণ ক্ষিপ্ত মনে হচ্ছিল তাকে। কিন্তু আসলে কি হচ্ছে মাঠে? সেটা ঠিক পরিষ্কার হচ্ছিলো না কারো কাছেই। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বিষয়টি পরিষ্কার করেন নিজেই।

ঘটনা টা হলো, তখন বাংলাদেশের ফিল্ডিং পজিশন ছিল ৬/৩। লেগে ৬ জন, অফ সাইডে ৩। বোলার আর উইকেটরক্ষক বাদে। কিন্তু নিয়ম হচ্ছে, লেগ সাইডে ৫ জনের বেশি ফিল্ডার রাখা যাবে না।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২৬তম ওভার। মেহেদী হাসান মিরাজের বলে কট বিহাইন্ড হন পাওয়েল। আউট হয়ে হাঁটাও শুরু করেছিলেন। সে সময়ই বাইরে থেকে মাঠে ঢোকেন বদলি ফিল্ডার কার্লোস ব্র্যাথওয়েট। আম্পায়ারদের সঙ্গে অনেকটা সময় ধরে কথা বলতে দেখা যায় তাকে। ছড়ায় বেশ উত্তেজনা। আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি। মাঠ ছাড়েন পাওয়েল।

রোভম্যান পাওয়েল পরে সংবাদ সম্মেলনে বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে ‘ওই সময় বাংলাদেশের ৬ জন ফিল্ডার লেগ সাইডে ছিল। সাধারণত লেগে ৬ জন থাকলে নো–বল হয়। এটা সত্যি হতাশার লেগে ৬ জন ফিল্ডার রেখে ওরা ৬-৭টা বল করে গেল, তবু আম্পায়াররা বিষয়টি ধরতে পারেননি। অবশ্য মানুষ মাত্রই ভুল করে। এটা আপনাকে মেনে নিতে হবে।’

মানুষ মাত্রই ভুল, মাশরাফিও জানালেন তার অজািন্তেই এই ভুলটি হয়েছিল। ‘আমরাও নিয়মটা জানি। ৬/৩ হলে নো বল হয়। ওই সময় যেটা হয়েছিল, আউট করার জন্য মিরাজ যেভাবে বোলিং করছিল, ফিল্ডারদের আরও কাছাকাছি আনার জন্যই কীভাবে যেন লেগে ৬ ফিল্ডার হয়ে যায়। আম্পায়ার যেহেতু আগেই সিদ্ধান্ত দিয়েছেন, কাজেই সেটাই থেকে গেছে।’

 



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টির দল ঘোষণা, দলে ফিরলেন মিঠুন-সাইফউদ্দিন

টি-টোয়েন্টির দল ঘোষণা, দলে ফিরলেন মিঠুন-সাইফউদ্দিন

বিশ্বকাপের পর কি করবেন মাশরাফি?

বিশ্বকাপের পর কি করবেন মাশরাফি?

বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়

বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়

নতুন পাঁচ মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

নতুন পাঁচ মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ