টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮
টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ক্রিকইনফো

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগারদের বোলিং চাপে ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ক্যারিবীয় শিবিরকে লণ্ডভণ্ড করে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

এদিন শুরুতেই দলীয় চতুর্থ ওভারে তার ঘূর্ণিতে মিঠুনকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রানে মাঠ ছাড়া হন চন্দরপল হেমরাজ। এরপর ব্যক্তিগত ৬.৪ বলে বোল্ড করে ড্যারেন ব্রাভোকে ফেরান এই টাইগার স্পিনার। ২৬ বলে ১০ রান করে ফেরেন এই উইন্ডিজ টপ অর্ডার ব্যাটসম্যান।

এরপর দলীয় ২৩ ও নিজের দ্বিতীয় ওভারে মারলন স্যামুয়েলসকে সরাসরি বোল্ড করেন রুবেল হোসেনের বদলে এই ম্যাচে সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন। পরে শিমরন হেটমায়ারকে শূন্য রানে এলবির ফাঁদে ফেলে নিজের তৃতীয় উইকেট দখল করেন মেহেদি হাসান মিরাজ। এরপর বোলিংয়ে এসে সাকিবের আঘাত। রস্টন চেজকে সাকিব ৮ রানে ফেরান।

ফের আঘাত হানেন সাকিব। ফ্যাবিয়েল অ্যালেনকে সাকিব ফেরান ৬ রান।

ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ৩৪ ওভারেই ওয়েস্ট ইন্ডিজের নেই ৭ ছয় উইকেট। তাদের দলীয় সংগ্রহ ১৪৩।

এর আগে বেলা ১২টায় সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন।

 ওয়েস্ট ইন্ডিজ একাদশ : চন্দরপল হেমরাজ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, সিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, ফ্যাবিয়েল অ্যালেন, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেটে ওয়ানডের অভিষেক

সিলেটে ওয়ানডের অভিষেক

শুরুতেই মেহেদির আঘাত

শুরুতেই মেহেদির আঘাত

বাংলাদেশ দলে দুই পরিবর্তন

বাংলাদেশ দলে দুই পরিবর্তন

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ