সিলেটে ওয়ানডের অভিষেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮
সিলেটে ওয়ানডের অভিষেক

প্রথমে টি-টোয়েন্টির পর এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক হলো ওয়ানডে ম্যাচের। শুক্রবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে সিলেটের মাটিতে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের মাত্রা শুরু হলো।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নতুন করে সাজানোয় হয় সিলেটের এই মাঠকে। ব্রিটিশ আদলে তৈরি নান্দনিক ভবন, দৃষ্টিনন্দন ছাউনি দিয়ে ঢাকা গ্যালারি, দেশের একমাত্র গ্রিন গ্যালারি ইত্যাদি রয়েছে এই স্টেডিয়ামে।

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের কয়েকটি ম্যাচ হয়েছিল এখানে। আন্তর্জাতিক অভিষেক তখনই। তবে বাংলাদেশ এখানে প্রথম খেলেছে এই বছরই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ এখানে খেলেছিল বাংলাদেশ। নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করে সিলেট।

তবে সিলেটের এই সুন্দর মাঠে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এখানে খেলা একমাত্র টি-টোয়েন্টি আর টেস্টে হারতে হয়েছিল বাংলাদেশকে।

সেই ক্ষত ভুলে ওয়ানডেতে ভিন্ন কিছু দেখছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি, ‘পেছনেরটা মনে করে কোনো লাভ নেই। কালকে (আজ শুক্রবার) আমাদের নতুন ম্যাচ। নতুন কিছু। খুব ব্যাকফুটে আছি তাও না। ১-১ সমতায় আছে। সিরিজ নির্ধারণী ম্যাচ। এটা এমন না যে আমাদের সব কিছু হারিয়ে যাচ্ছে। ইতিবাচক খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে আপনি প্রত্যাশা করবেন ওরা সেরা ক্রিকেট খেলবে কালকে। আমাদেরকেও সেরা ক্রিকেট খেলতে হবে। এ গ্রাউন্ডে আগে কি হেয়ছে সেটা ভেবে মাঠে নামলে আরও খারাপ হবে।’

 



শেয়ার করুন :


আরও পড়ুন

শুরুতেই মেহেদির আঘাত

শুরুতেই মেহেদির আঘাত

বাংলাদেশ দলে দুই পরিবর্তন

বাংলাদেশ দলে দুই পরিবর্তন

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

সিলেট ম্যাচে আসতে পারে কৌশলগত পরিবর্তন

সিলেট ম্যাচে আসতে পারে কৌশলগত পরিবর্তন