ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টায় টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
তিন নম্বরে নেমে দুই ইনিংসেই ব্যর্থ ইমরুল কায়েসেয় জায়গা দলে এসেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। অপরদিকে রুবেলের জায়গায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : চন্দরপল হেমরাজ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, সিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, ফ্যাবিয়েল অ্যালেন, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ।
প্রসঙ্গত, ঢাকায় প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৯ বলে হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে হারে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজের ১-১ এ সমতায় ফিরে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিলেটে আজকের ম্যাচটি অঘোষিত ফাইনাল হিসেবেই ধরা হচ্ছে।