সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ এএম, ১৪ ডিসেম্বর ২০১৮
সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে নামবে বাংলাদেশ। আজ শুক্রবার বেলা ১২টায় খেলা শুরু হবে।

ঢাকায় প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৯ বলে হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে হারে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজের ১-১ এ সমতায় ফিরে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিলেটে আজকের ম্যাচটি অঘোষিত ফাইনাল হিসেবেই ধরা হচ্ছে। 

এদিকে শেষ ম্যাচে জয় তুলে নেওয়ার জন্য ব্যাটিংয়ে কৌশলগত কিছু পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাশরাফি। ‘আমি প্রথম ম্যাচে বলেছিলাম সৌম্যর জন্য বেস্ট পজিশন হচ্ছে ওপেন বা তিন নম্বর। কারণ ও পেস বোলিং খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। সার্কেলটা ব্যবহার করলে ওর জন্য সবচেয়ে ভালো হয়। আসলে এমন একটা পরিস্থিতি হয়েছে, যার কারণে ওকে ওই পজিশনে সেট করতে হয়েছে।  তবে এটা এডজাস্টম্যান করা জরুরি, যত তাড়াতাড়ি হয় ততোই ভালো।’

দ্বিতীয় ওয়ানডের সময় চোট পেয়েছিলেন লিটন দাস। তবে সে চোট গুরুতর কিছু না হওয়ায় শেষ ম্যাচেও তামিমের সঙ্গে ওপেন করতে নামবেন তিনি। এরপর তিনে সৌম্যকে খেলানো নিয়েই ভাবছে দল, ‘অবশ্যই এটা নিয়ে আলোচনাতো করতেই হবে। আমি সব সময় চাইবো সৌম্য ওপেন কিংবা ওয়ান ডাউনে ব্যাট করুক। যদি না ডানহাতি কিংবা বাঁহাতি কম্বিনেশন সমস্যা না হয়।  এই কম্বিনেশন যে কোন দলের জন্য প্রথম দশ ওভারে সবথেকে সেরা আইডিয়া। তারপরও সৌম্য থাকলে সুবিধা দলের জন্য।’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে দুপুর ১২টা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেট ম্যাচে আসতে পারে কৌশলগত পরিবর্তন

সিলেট ম্যাচে আসতে পারে কৌশলগত পরিবর্তন

ইমার্জিং কাপে সেমিতে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ইমার্জিং কাপে সেমিতে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

‘সিরিজে শক্তভাবে ফিরে আসবে বাংলাদেশ’

‘সিরিজে শক্তভাবে ফিরে আসবে বাংলাদেশ’

চিকিৎসা শেষে দেশে ফিরলেন চামেলী

চিকিৎসা শেষে দেশে ফিরলেন চামেলী