ইমার্জিং কাপে সেমিতে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮
ইমার্জিং কাপে সেমিতে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

ইমার্জিং এশিয়া কাপের সেমি ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে ফাইনালে খেলা হলো না টাইগারদের।

কলম্বোতে অনুষ্ঠিত সেমি ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশে। কিন্তু শুরুটা তেমন ভালো হয়নি। প্রথম ১০ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের পড়ে টাইগাররা। এরপর মিজানুর ও ইয়াসিরের হাত ধরে এগিয়ে যায় বাংলাদেশ। মিজানুর ৭২ আর ইয়াসির ৬৬ রান করেন। 

এছাড়া দলের পক্ষে মোসাদ্দেক ৩৯ ও আফিফ হাসান ১৪ রান করলেও অন্যান্যরা তেমন রান তুলতে পারেন নি। বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেন।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কারা প্রথমে বিপর্যয়ের পড়ে। কিন্তু পঞ্চম ও ষষ্ঠ উইকেটের দুটি জুটিতে ম্যাচটা টাইগারদের হাত থেকে নিয়ে নেয় লঙ্কানরা। পঞ্চম উইকেটে ৬৬ রান যোগ করেন শেহান জয়সুরিয়া আর কামিন্ডু মেন্ডিস। এই জুটিটি ভাঙে ৩৯ রান করা জয়সুরিয়া 'অবস্ট্রাক্টিং অব ফিল্ড' আউট হলে।

পরে ষষ্ঠ উইকেটে আসেলা গুনারত্নেকে নিয়ে ৬৪ রানের আরেকটি জুটি গড়েন কামিন্ডু মেন্ডিস। শেষ সময়ে এসে শরিফুল ইসলাম গুনারত্নেকে (২৪) তুলে নিলেও ততক্ষণে জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। একটা প্রান্ত যে আগলে দাঁড়িয়ে ছিলেন কামিন্ডু!

শেষ পর্যন্ত ৮৮ বলে ৯ বাউন্ডারিতে ৯১ রানের এক ম্যাচ জেতানো ইনিংস খেলেই মাঠ ছাড়েন কামিন্ডু। তার সঙ্গে চামিকা করুণারত্নে অপরাজিত ছিলেন ৯ রানে।

বাংলাদেশের পক্ষে ৫০ রান খরচায় ২টি উইকেট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন শফিউল ইসলাম, নাঈম হাসান আর আফিফ হোসেন ধ্রুব।

 এর আগে, ইমার্জিং এশিয়া কাপে প্রথম রাইন্ডের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে এসেছে কষ্টার্জিত জয়। তবে টুর্নামেন্টে ঠিকে থাকার ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে সেমি ফাইনালে উঠে বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

মোসাদ্দেকের সেঞ্চুরি, জয় পেল বাংলাদেশ

মোসাদ্দেকের সেঞ্চুরি, জয় পেল বাংলাদেশ

ইমার্জিং কাপে পাকিস্তানকে ৮৪ রানে হারালো বাংলাদেশ

ইমার্জিং কাপে পাকিস্তানকে ৮৪ রানে হারালো বাংলাদেশ

‘সিরিজে শক্তভাবে ফিরে আসবে বাংলাদেশ’

‘সিরিজে শক্তভাবে ফিরে আসবে বাংলাদেশ’

চিকিৎসা শেষে দেশে ফিরলেন চামেলী

চিকিৎসা শেষে দেশে ফিরলেন চামেলী