ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ ম্যাচে শক্তভাবে ফিরে আসবে বাংলাদেশ বলে মনে করছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। বুধবার ইউনিসেফের সঙ্গে বিসিবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসে এ মন্তব্য করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয় পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচ সিরিজের ১-১ এ সমতায় ফিরে ক্যারিবিয়রা। আগামী ১৪ ডিসেম্বর শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ ওয়ানডে হবে অঘোষিত ফাইনাল।
তাই শেষ ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে চান মিরাজ। 'এখনও তো আমরা সিরিজে আছি, শেষ ম্যাচ আমার জন্য বাঁচা মরার লড়াই। আর আসলে আমাদের বাঁচা মরার লড়াইগুলোই আমরা ভালো খেলি। উইন্ডিজে কিন্তু আমরা শেষ ম্যাচে সিরিজ জিতেছিলাম। আমাদের জন্য একটা ভালো সুযোগ পরের ম্যাচে। আশা করবো আমরা শক্তভাবে ফিরে আসবো।'
মিরাজ আরো বলেন, 'কাল কিন্তু আমরা খুব ভালো শুরু করেছিলাম। ফিনিশিংটা ওইরকম ভালো হয়নি। হয়তো ২০ রান আমরা কম করেছি, ২০ রান করলে হয়তো ভালো হতো।'
স্লগ ওভারে ভালো বল করতে হবে মনে করেন মিরাজা। 'আমাদের পেস বোলারদের একটু, আমরা শেষ কয়েক ম্যাচে স্লগ ওভারে ভালো বল করিনি। কিন্তু আমার কাছে মনে হয় ওইসব জায়গায় আমাদের উন্নতি করলে ভালো হবে। আর অবশ্যই ব্যাটসম্যানরা ভালো করছে। ধারাবাহিক হতে হবে। সবমিলিয়ে নিজেদের সব কিছুতে আমাদের নিজেদের কমতি ছিল সেটা উন্নতি করা চেষ্টা করবো।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক চ্যারিটি অংশীদার হিসেবে মনোনীত হয়েছে ইউনিসেফ। এই লক্ষ্যে বিসিবির সঙ্গে আন্তর্জাতিক শিশু সংস্থাটি দুই বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে।