সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকার ম্যাচে আজই (মঙ্গলবার) সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে টস ভাগ্য ওয়েস্ট ইন্ডিজের পক্ষে থাকলে পরে ব্যাট করে ম্যাচ ছিনিয়ে নিতে নিয়েছেন মাশরাফিরা।
এক ম্যাচ জিয়ে এগিয়ে থেকে দল উজ্জীবিত। বলে-ব্যাটে প্রথম ম্যাচে দারুণ করেছে স্টিভ রোডসের শিষ্যরা। ফিল্ডিং কিছুটা খারাপ করলেও জয়ের দিনে তা নিয়ে কথা ওঠেনি। এবার তাই শতভাগ দিতে চান মাশরাফিরা। দ্বিতীয় ম্যাচ নিয়ে মাশরাফির পরিকল্পনা একই।
দ্বিতীয় ম্যাচে অপিরবর্তিত থাকতে পারে বাংলাদেশ দল। তিন পেসার আর দুই স্পিনার। ব্যাটিংও থাকতে পারে একই। কারণ জয়ী দলের সমন্বয় ভাঙার অহেতুক ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। এমন ভাবনার আভাস পাওা গেল মাশরাফির কথাতেও।
ম্যাচের পরিকল্পনা নিয়ে মাশরাফি বলেন, ‘সব ম্যাচেই আমাদের পরিকল্পনা একই। আমাদের পরিকল্পনা হলো প্রত্যেক ম্যাচে নিজের শতভাগ দিয়ে খেলা, যেন আমরা ম্যাচ জিততে পারি। ম্যাচ জিতলে অনেক কিছুই এড়িয়ে যাওয়া যায়। আমরা বেশ কিছু ক্যাচ ফেলেছি। ম্যাচটা আমরা ৩ উইকেট হারিয়ে জিততে পারতাম। কারণ দ্রুত রান করার আলাদা তাগিদ ছিল না। তবে ওগুলো খেলারই অংশ।’
প্রথম ওয়ানডে ম্যাচে মাশরাফি হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। তবে সিরিজ নিশ্চিত করার ম্যাচে তাকে বিশ্রাম দেবে না টিম ম্যানেজমেন্ট। চার ওপেনারকে বিভিন্নভাবে সেট করে মাঠে নামায় বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচেও দলে থাকবেন তারা। এক ম্যাচ জিতে আত্মতুষ্টির সুযোগ নেই মাশরাফিদের।
ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার চেজের কথায় তা পরিষ্কার, ‘সিরিজ শেষ মোটেও বলবো না। আমরা দারুণভাবে সিরিজে ফিরতে যাচ্ছি।’