হাবিবুল বাশারের পাশে মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৮
হাবিবুল বাশারের পাশে মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আরও একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিতে যাচ্ছেন মাশরাফি। তবে এ ক্ষেত্রে যৌথভাবে থাকতে হবে তাকে।

৬৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এখনও সবার উপরে আছেন হাবিবুল বাশার। মঙ্গলবার (১১ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে ৬৯তম ম্যাচে নেতৃত্ব দেবেন ম্যাশ। ফলে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি নেতৃত্বতে হাবিবুল বাশারের পাশে বসবেন মাশরাফি।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামলেই হাবিবুলকে ছাড়িয়ে যাবেন বাংলাদেশের বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি।

ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া অধিনায়করা

হাবিবুল বাশার (২০০৪-০৭) : ম্যাচ ৬৯, জয় ২৯, হার ৪০, টাই ০, পরিত্যক্ত ০
মাশরাফি বিন মর্তুজা (২০১০-১৮) : ম্যাচ ৬৮, জয় ৩৯, হার ২৭, টাই ০, পরিত্যক্ত ২
সাকিব আল হাসান (২০০৯-১৭) : ম্যাচ ৫০, জয় ২৩, হার ২৬, টাই ০, পরিত্যক্ত ১
মোহাম্মদ আশরাফুল (২০০৭-০৯) : ম্যাচ ৩৮, জয় ৮, হার ৩০, টাই ০, পরিত্যক্ত ০
মুশফিকুর রহিম (২০১১-১৪) : ম্যাচ ৩৭, জয় ১১, হার ২৪, টাই ০, পরিত্যক্ত ২
খালেদ মাসুদ (২০০১-০৬) : ম্যাচ ৩০, জয় ৪, হার ২৪, টাই ০, পরিত্যক্ত ২

আমিনুল ইসলাম (১৯৯৮-২০০০) : ম্যাচ ১৬, জয় ২, হার ১৪, টাই ০, পরিত্যক্ত ০
আকরাম খান (১৯৯৫-১৯৯৮) : ম্যাচ ১৫, জয় ১, হার ১৪, টাই ০, পরিত্যক্ত ০
খালেদ মাহমুদ (২০০৩-২০০৩) : ম্যাচ ১৫, জয় ০, হার ১৫, টাই ০, পরিত্যক্ত ০
গাজী আশরাফ (১৯৮৬-১৯৯০) : ম্যাচ ৭, জয় ০, হার ৭, টাই ০, পরিত্যক্ত ০
নাইমুর রহমান (২০০০-২০০১) : ম্যাচ ৪, জয় ০, হার ৪, টাই ০, পরিত্যক্ত ০
মিনহাজুল আবেদিন (১৯৯০-১৯৯০) : ম্যাচ ২, জয় ০, হার ২, টাই ০, পরিত্যক্ত ০
রাজিন সালেহ (২০০৪-২০০৪) : ম্যাচ ২, জয় ০, হার ২, টাই ০, পরিত্যক্ত ০।



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

হেসে খেলে জিতলো টাইগাররা

হেসে খেলে জিতলো টাইগাররা

অল্প রান মোকাবেলায় উইকেট হারানো নিয়ে যা বললেন মাশরাফি

অল্প রান মোকাবেলায় উইকেট হারানো নিয়ে যা বললেন মাশরাফি

মিরাজ-হেটমায়ারের মুখোমুখিতে ব্যবধান ৫-০

মিরাজ-হেটমায়ারের মুখোমুখিতে ব্যবধান ৫-০