ঢাকাতেই সিরিজ নিশ্চিত চায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮
ঢাকাতেই সিরিজ নিশ্চিত চায় বাংলাদেশ

ঢাকাতে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই মঙ্গলবার সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। পক্ষান্তরে একই ভেন্যুতে দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে লড়াইয়ে নামে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে টাইগাররা। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশি বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ১৯৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় সফরকারীরা। ক্যারিবীয়দের বড় সংগ্রহে প্রধান বাধা হিসেবে ছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। কম যাননি মোস্তাফিজুর রহমানও। ৩৫ রানে ৩ উইকেট নেন তিনিও। এছাড়া অন্য তিন বোলার মেহেদি হাসান মিরাজ-সাকিব আল হাসান-রুবেল হোসেনও ১টি করে উইকেট নেন। তবে সব বোলারই ছিলেন কিপ্টে।

১৯৬ রানের লক্ষ্যটা হেসেখেলেই অতিক্রম করেছে বাংলাদেশ। ব্যাট হাতে মুশফিকুর রহিমের অপরাজিত ৫৫ রান বাংলাদেশের জয়ে প্রধান ভূমিকা রাখে। দলের জয়ে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন ওপেনার লিটন দাস ও সাকিবও। লিটন ৪১ ও সাকিব ৩০ রান করেন। তাই ৮৯ বল বাকি রেখে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২শতম ম্যাচে বাংলাদেশের জয় ও সেরা খেলোয়াড়ের স্বাদ পেয়েছেন অধিনায়ক মাশরাফি।

দলের জয়ের পেছনে ভূমিকা রেখে ম্যাচ সেরা হতে পেরে খুশি মাশরাফি। প্রথম ম্যচ শেষে এমনটাই বলেছিলেন তিনি, ‘আসলে ওই রকম কিছু মনে হচ্ছে না। তবে অবশ্যই ম্যাচ সেরা হতে পারলে ভালো লাগে। সেটি খুবই স্বাভাবিক। বিশেষ করে আজকের ম্যাচটা যখন জিততে পেরেছি।’

পাশাপাশি নিজ দলের বোলারদের কৃতিত্বও দেন মাশরাফি, ‘ওয়েস্ট ইন্ডিজ ভালো করার চেষ্টা করেছিল। কিন্তু যখনই চেষ্টা করেছে, তখনই আউট হয়েছে। বোলারদের তাই কৃতিত্ব দিতে হয়। মিরপুরের উইকেটে ক্রমাগত শটস খেলা কঠিন। যদি না সেট হয়ে যান। আমার মনে হয়, আমাদের বোলাররা ভালো জায়গায় বল করতে পেরেছে।’

অন্যদিকে ম্যাচ হারের জন্য উইকেটের সাথে নিজেদের মানিয়ে নিতে না পারাটাকে দায়ী করছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোস্টন চেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। উইকেট কিছুটা মন্থর ছিল। শটস খেলা কঠিন ছিল। আমার ধারণা আমাদের ব্যাটসম্যানরা পিচের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটসম্যানরা ভালো রান তুলতে পারেনি। আশা করি পরের ম্যাচে এগুলো শুধরে নেবে।’

বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিন, আবু হায়দার ও আরিফুল হক।

ওয়েস্ট ইন্ডিজ দল
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাাভো, রোস্টন চেজ, শাই হোপ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্রাফেট, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস ও ওশানে টমাস।



শেয়ার করুন :


আরও পড়ুন

হেসে খেলে জিতলো টাইগাররা

হেসে খেলে জিতলো টাইগাররা

মিরাজ-হেটমায়ারের মুখোমুখিতে ব্যবধান ৫-০

মিরাজ-হেটমায়ারের মুখোমুখিতে ব্যবধান ৫-০

ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

অল্প রান মোকাবেলায় উইকেট হারানো নিয়ে যা বললেন মাশরাফি

অল্প রান মোকাবেলায় উইকেট হারানো নিয়ে যা বললেন মাশরাফি