ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৯৫ রান। কিন্তু দেশের মাটিতে প্রতিপক্ষের দেওয়া এই অল্প রান মোকাবেলা করতে ৫ উইকেট হারিয়ে জয় পাওয়া ম্যাচ নিয়ে কি অস্বস্তি বোধ করছেন বাংলাদেশের অধিনায়ক?
খেলা শেষে রাতে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাব সহেজ উত্তর দিলেন মাশরাফি, ‘না। উইকেট আসলে এরকমই। এখানে ল‘স্কোরিং ম্যাচ গুলো এরকই হয়। তবে মুশফিক ভালো ব্যাটিং করেছে। কিন্তু এই রানের জন্য পাঁচ উইকেট না হারিয়ে আমরা তিন উইকেটের মতো হারানো দরকার ছিল।’
দ্বিতীয় ম্যাচে জয় নিয়েই কি সিলেট সফরে যেতে যান বাংলাদেশ। এমন প্রশ্নে অধিনায়ক বলেন, সিলেটের চিন্তা এখনই করা ঠিক হবে। পরবর্তী খেলা যেন আমরা আজকের মতো একই ভাবে খেলতে পারি, তা আগে আমাদের পরিকল্পনা করতে হবে।
মাঠে রাজনীতি কথা বলতে হয়তো পছন্দ করেন না মাশরাফি। তা আবারও বুঝালেন। প্রশ্ন আসে গ্যালারিতে মাশরাফি কে নিয়ে বিভিন্ন রাজনৈতিক শ্লোগান। সেটা তিনি কিভাবে দেখছেন। মাশরাফির সংক্ষিপ্ত উত্তর,‘ আমার তো দেখার কিছু নাই।’
রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে তে ৮৯ বলে হাতে রেখেই ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। ১৯৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে সব্বোর্চ ৫৫ রান করেন মুশফিক। এছাড়া লিটন ৪১, সাকিব ৩০, সৌম্য ১৯ করে দল কে এগিয়ে নেন।
এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিংয়ে মাশরাফি ও মোস্তাফিজ ৩টি এবং সাকিব, রুবেল ও মেহেদি একটি করে উইকেট নেন।
৩০ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। ৮৯ বল হাতে রেখে ৫ উইকেটের এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
আগামী ১১ ডিসেম্বর েএকই ভ্যানুতে দ্বিতীয় এবং ১৪ ডিসেম্বর শেষ ওয়ানডে অনুষ্ঠিত হয়।